ঢাকা, শনিবার, ২২ চৈত্র ১৪৩১, ০৫ এপ্রিল ২০২৫, ০৬ শাওয়াল ১৪৪৬

ফুটবল

শিগগিরই ফুটবলের মঞ্চে ফিরবে রাশিয়া, আশাবাদী ফিফা সভাপতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৫
শিগগিরই ফুটবলের মঞ্চে ফিরবে রাশিয়া, আশাবাদী ফিফা সভাপতি ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন/সংগৃহীত ছবি

খুব শিগগিরই রাশিয়া আন্তর্জাতিক ফুটবলে ফিরতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তার মতে, রাশিয়ার ফেরাটা কেবল একটি ক্রীড়াগত সিদ্ধান্ত নয়—বরং এর মাধ্যমে বোঝা যাবে, যুদ্ধ শেষ হয়েছে এবং সবকিছুই এখন শান্তিপূর্ণভাবে সমাধান হয়ে গেছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার অবৈধ ও পূর্ণমাত্রার সামরিক হামলার পর থেকে তাদের জাতীয় দল ও ক্লাবগুলিকে ফিফা ও উয়েফা সব ধরনের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করে।

তবে চলতি বছরের মার্চে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনা হয় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। সেই প্রেক্ষাপটেই বৃহস্পতিবার সার্বিয়ার বেলগ্রেডে অনুষ্ঠিত ৪৯তম উয়েফা কংগ্রেসে, ইনফান্তিনো বলেন, 'আমি আশা করি, আমরা শিগগিরই একটি নতুন অধ্যায়ে প্রবেশ করব—রাশিয়া ফিরবে ফুটবলের মঞ্চে। আর এর মানে হবে, যুদ্ধের অবসান হয়েছে। ফুটবল কাউকে বিচ্ছিন্ন করে না, বরং এটি ছেলে-মেয়ে, সবাইকে একসঙ্গে যুক্ত করে। এটিই আমাদের কামনা এবং প্রার্থনা। '

রাশিয়ার ফেরার শর্ত

রাশিয়ার আন্তর্জাতিক ফুটবলে ফিরতে হলে উয়েফার নির্বাহী কমিটির সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদন লাগবে। উয়েফা সভাপতি আলেকসান্দের চেফেরিন তার অবস্থান পরিষ্কার করে বলেন, 'যুদ্ধ শেষ হলেই রাশিয়াকে ফিরিয়ে আনা হবে। '

রাশিয়ার নিষেধাজ্ঞা তিন বছর ধরে চললেও, সম্প্রতি তাদের ফিরে আসা নিয়ে আলোচনা জোরদার হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উয়েফার জাতীয় সংস্থা বিভাগের পরিচালক জোরান লাকোভিচ এই বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছেন।

ট্রাম্প ফিফা সভাপতি ইনফান্তিনোকে ‘অনেক দিনের বন্ধু’ বলে উল্লেখ করেন। ইনফান্তিনোও সম্পর্কের বিষয়টি স্বীকার করে বলেন, 'শান্তি ফুটবলের চেয়েও অনেক গুরুত্বপূর্ণ। আর শান্তি প্রতিষ্ঠিত হলে ফুটবলও তার ভূমিকা রাখতে পারে—আমরা সে সুযোগ নিতে প্রস্তুত। '

তবে তিনি জানান, রাশিয়ার বিশ্বকাপে ফেরার বিষয়ে ট্রাম্প তার সঙ্গে আলাপ করেননি। বরং শান্তি আলোচনায় এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় থাকে।

ইউক্রেনের কড়া প্রতিক্রিয়া

অন্যদিকে, ইউক্রেনীয় ফুটবল ফেডারেশন রাশিয়ার ফিরে আসার সম্ভাবনার তীব্র বিরোধিতা করেছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দেওয়া এক বিবৃতিতে তারা বলে, 'রাশিয়াকে আবার আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে দিলে তা হবে আগ্রাসনকে স্বাভাবিকীকরণ, আন্তর্জাতিক ক্রীড়ার নীতিমালা লঙ্ঘন, এবং হাজার হাজার নিহত ইউক্রেনীয়র প্রতি চরম অসম্মান। '

এর আগেও ২০২৩ সালের সেপ্টেম্বরে উয়েফা রাশিয়ার অনূর্ধ্ব-১৭ দলকে প্রতিযোগিতায় ফেরাতে চেয়েছিল, কিন্তু ব্যাপক সমালোচনার মুখে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।