ঢাকা, শনিবার, ২২ চৈত্র ১৪৩১, ০৫ এপ্রিল ২০২৫, ০৬ শাওয়াল ১৪৪৬

ফুটবল

সিরাজগঞ্জে বসুন্ধরা গ্রুপ আব্দুর রশিদ বাবলা স্মৃতি ফুটবল লিগের ফাইনাল অনুষ্ঠিত  

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৫
সিরাজগঞ্জে বসুন্ধরা গ্রুপ আব্দুর রশিদ বাবলা স্মৃতি ফুটবল লিগের ফাইনাল অনুষ্ঠিত   সংগৃহীত ছবি

সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জ সুতাকল মাঠে অনুষ্ঠিত হলো বসুন্ধরা গ্রুপ আব্দুর রশিদ বাবলা স্মৃতি ফুটবল লিগের ফাইনাল।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে আয়োজিত এই ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয় জুপিটার একাদশ, যারা ব্ল্যাক ডায়মন্ড একাদশকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও সিরাজগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান হিলটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল ম্যাচ উপভোগ করেন। তিনি বলেন, “বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়। এটি তৃণমূল পর্যায়ের ফুটবলের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও তারা আরও বড় পরিসরে এমন আয়োজন করবে বলে আমি আশা করছি। ”  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম। তিনি বলেন— “সুশৃঙ্খল সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। এই লিগ থেকে আগামী দিনে জাতীয় মানের খেলোয়াড় উঠে আসবে, সেটাই আমাদের প্রত্যাশা। ”   

ফাইনাল ম্যাচে জুপিটার একাদশ এবং ব্ল্যাক ডায়মন্ড একাদশ মুখোমুখি হয়। ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোলটি করেন জুপিটার একাদশের ৯ নম্বর জার্সিধারী খেলোয়াড় জিসান। তার দুর্দান্ত পারফরম্যান্সে দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।  

সাবেক ফুটবলারদের সম্মাননা প্রদান

ফাইনাল খেলা শেষে সিরাজগঞ্জের ৮০’র দশকের কিংবদন্তি ফুটবলারদের সম্মাননা জানানো হয়। তারা হলেন— বুলবুল হাসান, রাশিদুল হাসান কোরাইশী, শামসুল আলম তালুকদার, মাহমুদুল আলম খোকন, কাইয়ুম খান, জুলকার নাইন তালুকদার, মোহাম্মদ আলী জিন্না, আব্দুল মালেক জিপ্পু।  

এই কীর্তিমান খেলোয়াড়রা বলেন— “নতুন প্রজন্মকে মাদকসহ বিভিন্ন অপকর্ম থেকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুটবল শুধুমাত্র একটি খেলা নয়, বরং এটি ভালো মানুষ ও দক্ষ নেতৃত্ব গঠনের অন্যতম মাধ্যম। বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্ট থেকে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক মানের ফুটবলার তৈরি হবে। ”

তৃণমূল পর্যায়ে ফুটবল নিয়ে কাজ করায় আয়োজক কমিটির আহ্বায়ক আল-আমিন ও রাজিউল, বসুন্ধরা কিংস এবং বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে সিরাজগঞ্জ ফুটবলকে আরও এগিয়ে নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।