ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

ফুটবল

মদ্রিচের পর চুক্তি নবায়ন করলেন ভাসকেসও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৬, জুলাই ১৮, ২০২৪
মদ্রিচের পর চুক্তি নবায়ন করলেন ভাসকেসও

গতকাল খবর পাওয়া যায় লুকা মদ্রিচের সঙ্গে এক বছরের জন্য চুক্তি নবায়ন করেছিল লুকা মদ্রিচ। এবার লুকাস ভাসকেসেরও মেয়াদ বাড়ল আরও এক ছর।

২০২৫ সাল পর্যন্ত সান্তিয়াযোগ বার্নাব্যুতে থাকছেন এই ডিফেন্ডার।

রিয়ালের একাডেমিতে পথচলা শুরু করা ভাসকেস ২০১৪ সালে এস্পানিওলে খেলতে যান। সেখান থেকে এক মৌসুম পর আবার যোগ দেন লস ব্লাঙ্কোস শিবিরে। বাকি সময়টা জুড়ে এখন পর্যন্ত ৩৪৯ ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ৩৬ গোল এবং ৬৫ অ্যাসিস্ট।  

রিয়ালের হয়ে গত মৌসুমেও আলো ছড়িয়েছেন এই ডিফেন্ডার। অবশ্য দলের প্রয়োজনে বেশ কয়েকটি পজিশনে খেলতে দেখা যায় তাকে। আর সফলও হন তিনি। গত মৌসুমে দলের লা লিগা জয়ে রাখেন গুরুত্বপূর্ণ অবদান। জেতেন চ্যাম্পিয়ন্স লিগও।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।