দীর্ঘদিনের সফল অধ্যায়ের পর শেষ পর্যন্ত বিদায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছেন কার্লো আনচেলত্তি। ২৫ মে, লা লিগার শেষ ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, আর সেদিনই সান্তিয়াগো বার্নাবেউয়ের ৭৮,০০০ দর্শকের সামনে আনচেলত্তি জানিয়ে দেবেন শেষ বিদায়।
২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত রিয়ালের হয়ে ২৩৬ ম্যাচ খেলেছেন জাবি আলোনসো। এবার সেই প্রিয় ক্লাবেই ফিরছেন কোচ হিসেবে। বর্তমান বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার লেভারকুসেন থেকে বিদায় নিয়ে তিনি রিয়ালের সঙ্গে তিন বছরের চুক্তিতে যোগ দেবেন।
তার সহকারী হিসেবে থাকবেন সেবাস পাররিলা এবং ফিটনেস কোচ আলবের্তো এনসিনাস, যারা লেভারকুসেনেও তার সঙ্গেই ছিলেন।
আলোনসোর অধীনে রিয়ালের প্রথম ম্যাচ হবে ২০২৫ সালের জুনে ক্লাব বিশ্বকাপ দিয়ে।
আনচেলত্তির বিদায়, গন্তব্য সৌদি আরব!
রিয়ালে দুটি মেয়াদে দায়িত্ব পালন করে ১৫টি ট্রফি জিতেছেন আনচেলত্তি—তিনটি চ্যাম্পিয়নস লিগ, দুটি লা লিগা সহ। তবে চলতি মৌসুমে বার্সার পিছনে থেকে লিগ শেষ করা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপারকাপে হারের পর এবং চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের কাছে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়—এসব মিলিয়েই সিদ্ধান্ত হয়েছে কোচ পরিবর্তনের।
আনচেলত্তির সঙ্গে রিয়ালের চুক্তি ২০২৬ সাল পর্যন্ত থাকলেও ক্লাব তাকে পরবর্তী মৌসুমের জন্য ক্ষতিপূরণ দেবে। যদিও ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি, গুঞ্জন আছে—তিনি সৌদি আরবের একটি ক্লাব থেকে ৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব নিয়ে ভাবছেন।
আলোনসোর সাফল্যগাঁথা—লেভারকুসেন অধ্যায়
গত মৌসুমে বায়ার লেভারকুসেনকে বুন্দেসলিগা ও জার্মান কাপ এনে দিয়েছিলেন আলোনসো, ১৩৮টি ম্যাচে ৮৮টি জয়; তার জয় হার প্রায় ৬৪ শতাংশ। ২০২৪ সালে তিনি গ্লোব সকার কর্তৃক ‘সেরা কোচ’ নির্বাচিত হন। এ মৌসুমে তার দল মাত্র একটি ম্যাচ হেরেছে—ইউরোপা লিগ ফাইনালে আতালান্তার বিপক্ষে।
এমএইচএম