ঢাকা, শনিবার, ২৬ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

ফুটবল

গোল বাড়ছে রোনালদোর, বাড়ছে না আল নাসরের শিরোপা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৪, মে ৯, ২০২৫
গোল বাড়ছে রোনালদোর, বাড়ছে না আল নাসরের শিরোপা ছবি: সংগৃহীত

গোলসংখ্যা বাড়িয়েই যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। একের পর এক মাইলফলকে পৌঁছাচ্ছেন তিনি।

তবে দলকে এনে দিতে পারছেন না সফলতা। এনে দিতে পারছেন না কোনো শিরোপা। চলতি মৌসুমেও বাদ পড়েছেন বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে।

এই সপ্তাহে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জাপানের কাওয়াসাকি ফ্রনটালের বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নিতে হয়েছে আল নাসরকে। আর গতকাল সৌদি প্রো লিগে আল ইত্তিহাদের বিপক্ষে হারতে হয়েছে সমান ব্যবধানে। এতে লীগ জেতার সম্ভাবনাও কমে গেছে তাদের। অথচ প্রচুর অর্থ খরচ করে বেশ কয়েকজন তারকা ফুটবলার দলে ভিড়িয়েছে ক্লাবটি। কিন্তু দিন শেষে কেবল হতাশাই পেতে হচ্ছে তাদের।  

ইত্তিহাদের বিপক্ষে হেরে অবশ্য ভালো মেজাজে দেখা যায়নি রোনালদোকে। ম্যাচশেষে দ্রুত স্টেডিয়াম ত্যাগ করেন পর্তুগিজ এই তারকা। যেটি নিয়ে হতাশ হয়েছেন ক্লাব ম্যানেজম্যান্টের লোকজন। তাছাড়া ক্লাব থেকে আশানুরূপ পারফরম্যান্স পাচ্ছেন না তারা। যে কারণে ক্লাবটিতে রোনালদোর ক্যারিয়ার অনিশ্চিত। যদিও দুই মৌসুমের চুক্তি নবায়ন করেছেন এই তারকা।  

অপরদিকে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়া যাওয়া ক্লাব বিশ্বকাপে রোনালদোর অংশগ্রহণ আশা করছে ফিফা। সেক্ষেত্রে সৌদি আরব থেকে আল নাসরকে আমন্ত্রণ করার কথা রয়েছে। যে কারণে পর্তুগিজ এই তারকাকে দলেই রাখতে হবে আল নাসরের।  

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।