ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

ফুটবল

মেসিহীন ইন্টার মায়ামিকে বিদায় করল কলম্বাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪১, আগস্ট ১৪, ২০২৪
মেসিহীন ইন্টার মায়ামিকে বিদায় করল কলম্বাস

কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে চোট পেয়েছিলেন, এরপর আর মাঠে ফেরা হয়নি লিওনেল মেসির। এদিকে শুরু হয়ে গেছে ক্লাবের খেলা।

কিন্তু তার অনুপুস্থিতিতে ভুগছে ইন্টার মায়ামি। লিগস কাপে কলম্বাস ক্রুর কাছে হেরে বিদায় নিতে হয়েছে তাদের।  

লিগস কাপের শেষ ষোলোতে আজ ইন্টার মায়ামিকে ৩-২ ব্যবধানে হারায় কলম্বাস। শুরুতে মাতিয়াস রোজেসের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন দিয়েগো গোমেস। কিছুক্ষণ পর কলম্বাসের হয়ে ব্যবধান কমান ক্রিস্টিয়ান রামিরেজ। পরে জোড়া গোল করে দলকে জেতান দিয়েগো রসি।  

শেষ পর্যন্ত এগিয়ে থেকেও রক্ষা হলো না মায়ামির। অথচ গত বছর ক্লাবে যোগ দিয়েই ইন্টার মায়ামিকে শিরোপা এনে দেন মেসি। আসরে ১০ গোল করে ছিলেন সর্বোচ্চ গোলদাতা। জিতেছিলেন টুর্নামেন্ট সেরার পুরস্কারও। কিন্তু এবার মেসিও নেই, সফলতাও ধরা দেয়নি আমেরিকান মেজর সকার লিগের ক্লাবটির।

এদিকে মেসি কবে মাঠে ফিরবেন তা নিয়ে এখনও নিশ্চিত করে জানা যায়নি কিছুই। যদিও ধারণা করা হচ্ছে আগস্টের শেষদিকে দেখা যেতে পারে আর্জেন্টাইন এই সুপারস্টারকে।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।