ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

ফুটবল

বাংলাদেশ-ভুটান ম্যাচে মাঠেই লুটিয়ে পড়লেন মেডিক্যাল টিমের সদস্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১১, সেপ্টেম্বর ৫, ২০২৪
বাংলাদেশ-ভুটান ম্যাচে মাঠেই লুটিয়ে পড়লেন মেডিক্যাল টিমের সদস্য

বাংলাদেশ-ভুটানের মধ্যকার ম্যাচে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। ম্যাচের তখন প্রথমার্ধের যোগ করা সময় চলছে।

চোট পাওয়ার কারণে মেডিক্যাল টিমকে মাঠে আসার সংকেত দেন বাংলাদেশি ফরোয়ার্ড রাকিব হোসেন। তাকে স্ট্রেচারে করে তুলে নিতে মাঠে ঢুকেন মেডিক্যাল টিমের কয়েকজন সদস্য। কিন্তু এর মধ্যে একজন হুট করেই অচেতন অবস্থায় লুটিয়ে পড়েন মাটিতে।

যা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন ফুটবলাররা। প্রাথমিকভাবে মেডিক্যাল টিমের সেই সদস্যকে সিপিআর দেওয়া হলেও পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। কিছুক্ষণ বন্ধ থাকার পর আবারও চালু হয় খেলা।

এদিকে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ। একমাত্র গোলটি করেন মোরসালিন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৪
এএইচএস

 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।