ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

হারিকেন মিল্টনের শঙ্কা কাটিয়ে ভেনেজুয়েলায় আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
হারিকেন মিল্টনের শঙ্কা কাটিয়ে ভেনেজুয়েলায় আর্জেন্টিনা

হারিকেন মিল্টন আঘাত হানা নিয়ে শঙ্কা দেখা গিয়েছিল। বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচ হবে কিনা তা নিয় ছিল সন্দেহ।

তবে সেটি এখন কেটে গেছে। নির্ধারিত সূচিতেই আয়োজিত হবে ম্যাচটি।  

ম্যাচের আগের দিনই ভেনেজুয়েলা পৌঁছে গিয়েজে আর্জেন্টিনা দল। এর আগে অবশ্য শঙ্কায় ছিল তারা। হারিকেন মিল্টনের কারণে ইন্টার মায়ামি ক্লাবে এক দিন বেশি থাকতে হয় তাদের। অনুশীলনের জন্য আমেরিকান সকার ক্লাবটির মাঠ বেছে নিয়েছিলেন তারা। শঙ্কা কেটে যাওয়ার পর গতকাল দুপুরে ভেনেজুয়েলার উদ্দেশে রওয়ান দেন মেসিরা। কানাডায় সংক্ষিপ্ত ট্রানজিট শেষে স্থানীয় সময় বুধবার রাত ১১টায় মাতুরিন পৌঁছায় তারা।

বাংলাদেশ সময় আজ রাত ৩টায় শুরু হবে ম্যাচটি। আগামী বুধবার (১৬ অক্টোবর) আর্জেন্টিনা মুখোমুখি হবে বলিভিয়ার।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।