ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

ফুটবল

জয় নিয়ে মাঠ ছাড়লো জুভা-নাপোলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫১, আগস্ট ২৮, ২০১৬
জয় নিয়ে মাঠ ছাড়লো জুভা-নাপোলি ছবি:সংগৃহীত

ঢাকা: ইতালিয়ান ঘরোয়া লিগ সিরিআতে কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছেড়েছে জুভেন্টাস। লাজিওর বিপক্ষে ১-০ ব্যবধানে জিতেছে ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা।

অন্যদিকে এসি মিলানকে ৪-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে নাপোলি।

শনিবার লাজিওর মাঠ স্তাদিও অলিম্পিকোতে আতিথিয়েতা নিতে যায় জুভেন্টাস। তবে এদিন ম্যাচের প্রথমার্ধে কোনো গোল হয়নি। কিন্তু দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে সামির খেদিরার একমাত্র গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

অপর ম্যাচে স্তাদিও সান পাওলোতে মিলানকে আতিথিয়েতা জানায় নাপোলি। তবে ম্যাচের প্রথম থেকেই আধিপত্য বিস্তার করে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। আরকাদিসুজ ১৮ ও ৩৩ মিনিটে ও হোসে কালেজন ৭৪ ও নির্ধারিত সময়ের তিন মিনিটে জোড়া গোল করেন। আর মিলানের হয়ে একটি করে গোল করেন এম’বায়ে নিয়াং।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে নাপোলি।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ২৮ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।