ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

ফুটবল

‘আলোনসোর জন্য রিয়ালের সব দরজা খোলা’—এল ক্লাসিকোর আগে আনচেলত্তির বার্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১০, মে ১০, ২০২৫
‘আলোনসোর জন্য রিয়ালের সব দরজা খোলা’—এল ক্লাসিকোর আগে আনচেলত্তির বার্তা কার্লো আনচেলত্তি এবং জাভি আলোনসো/সংগৃহীত ছবি

রিয়াল মাদ্রিদে এখন দিনবদলের ঘণ্টা বাজছে। কার্লো আনচেলত্তি যুগের অবসান ঘটিয়ে কোচ হিসেবে নিজের সাবেক ক্লাবে ফিরছেন জাভি আলোনসো।

এরইমধ্যে সব পক্ষের পক্ষের মধ্যে প্রাথমিক আলোচনা শেষ হয়েছে। অর্থাৎ রিয়াল ছাড়ছেন ক্লাবের ইতিহাসে অন্যতম সফল কোচ আনচেলত্তি। ইতালিয়ান কোচ নিজের সাবেক শিষ্যকে শুভকামনাও জানালেন। জানিয়ে দিলেন, আলোসনোর জন্য রিয়ালের সব দরজা খোলা রয়েছে।

তবে যাওয়ার আগে নিজের বাকি কাজটুকু ভালোভাবে শেষ করতে চান আনচেলত্তি। বিদায়ের আগে আরও একবার এল ক্লাসিকো তথা 'সম্মানের লড়াই'-এ জয় পেতে চান তিনি। সেই সঙ্গে লা লিগার লড়াইয়ে টিকে থাকবে তার দল। সেই মহাগুরুত্বপূর্ণ এল ক্লাসিকোর আগের দিন সংবাদ সম্মেলনে কথা বলেছেন তিনি, যেখানে তার শেষ বক্তব্যটাই যেন সবচেয়ে তাৎপর্যপূর্ণ। তিনি খেলোয়াড়দের উদ্দেশে স্পষ্ট বার্তা দিলেন—"আমার কথা শুনলে, ফল ভালোই হবে। " এই বক্তব্যের মাধ্যমে মাঠের নিয়ন্ত্রণ যেন তিনি তুলে দিলেন খেলোয়াড়দের হাতে।

এ মৌসুমে এর আগে তিনবার বার্সেলোনার কাছে পরাজিত হয়েছে রিয়াল। ফলে এই ম্যাচকে ঘিরে সতর্কতা যেমন আছে, তেমনি আশাও আছে নতুন করে ঘুরে দাঁড়ানোর। সংবাদ সম্মেলনে আনচেলত্তি বললেন, “বার্সার বিপক্ষে খেলাটা সবসময়ই কঠিন। এই মৌসুমে সেটা আরও বেশি। তবে আমাদের সুযোগ থাকবে, সেটাকেই কাজে লাগাতে হবে। ”

সেট পিস, ট্রানজিশন আর অফসাইড লাইন— পরিকল্পনার খুঁটিনাটি

সেট পিসের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলেন, “গত দুই বছর ধরে আমরা সেট পিস নিয়ে কঠোর অনুশীলন করেছি। কোপা দেল রে ফাইনালেই দেখা গেছে, আর্দা গুলার ও লুকা মদ্রিচ কতটা কার্যকর হতে পারে। চুয়ামেনিও ভালো ফিনিশার। তবে রুডিগারকে মিস করবো, কারণ ও গোল করে অবদান রাখে। ”

তিনি আরও বলেন, “বার্সার বিপক্ষে ট্রানজিশনে আক্রমণ খুবই গুরুত্বপূর্ণ। ওদের ডিফেন্স লাইনের পেছনে জায়গা থাকে, অফসাইড ট্র্যাপের সুযোগও নেওয়া যায়। এসব বিষয়ে আমরা অনুশীলনে কাজ করেছি। খেলোয়াড়রা যদি আমার কথা শুনে, তাহলে ফল ভালোই আসবে। ”

জিতলেই খুলে যেতে পারে লা লিগা রেস

বার্সেলোনার থেকে ১৪ পয়েন্ট পিছিয়ে থাকলেও আনচেলত্তি আশাবাদী। “জিততে হলে ধারাবাহিকতা দরকার। কাল জিততে পারলে লিগ আবার নতুন করে শুরু হবে, সবকিছু সম্ভব,” বললেন তিনি।

জাবি আলোনসো প্রসঙ্গ ও রিয়ালের প্রতি ভালোবাসা

বায়ার লেভারকুসেন থেকে আলোনসোর বিদায়ের ঘোষণার প্রসঙ্গে আনচেলত্তি বলেন, “সে দারুণ কাজ করেছে। তার জন্য সব দরজা খোলা আছে। ” 

রিয়ালের প্রতি নিজের অনুভূতি নিয়ে আনচেলত্তির কণ্ঠে ছিল আবেগ, “রিয়ালের সঙ্গে আমার হানিমুন এখনো চলছে, চলবেই। জীবনের শেষ দিন পর্যন্ত এই সম্পর্ক থাকবে। ”

স্মরণীয় তিনটি ম্যাচ বেছে নিতে বললে তিনি নির্দ্বিধায় বলেন, “লিসবন, প্যারিস ও ওয়েম্বলি। ” এই তিনটি শহরেই রিয়াল মাদ্রিদ বড় সাফল্য পেয়েছে আনচেলত্তির কোচিংয়ে।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।