ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

ফুটবল

পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ হারাল আবাহনী, অবনমিত চট্টগ্রাম আবাহনী

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৫, মে ১০, ২০২৫
পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ হারাল আবাহনী, অবনমিত চট্টগ্রাম আবাহনী সংগৃহীত ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে গুরুত্বপূর্ণ এক দিনে সুযোগ এসেছিল আবাহনী লিমিটেডের সামনে। শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান পয়েন্ট ভাগাভাগি করেছিল ফর্টিসের সঙ্গে।

সেই সুযোগে পয়েন্ট ব্যবধান কমিয়ে শিরোপা দৌড়ে উত্তাপ বাড়ানোর সুযোগ ছিল আবাহনীর সামনে। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে কোচ মারুফুল হকের শিষ্যরা। পুলিশ এফসির বিপক্ষে গোলশূন্য ড্র করে মূল্যবান দুই পয়েন্ট হারিয়েছে তারা।

এদিনের খেলাগুলো শিরোপার পাশাপাশি অবনমন অঞ্চলেও নাটকীয়তা তৈরি করেছে। মুন্সিগঞ্জে অনুষ্ঠিত এক ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাব ২-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে। ফকিরেরপুলের পক্ষে দুই অর্ধে গোল করেন ইরফান ও মোশারফ শান্ত। শেষ মুহূর্তে রাজন হাওলাদারের গোলে ব্যবধান কমায় রহমতগঞ্জ, তবে হার এড়াতে পারেনি।

এই জয়ের ফলে ফকিরেরপুলের পয়েন্ট দাঁড়ায় ১৬-তে। এর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে অবনমিত হয়েছে চট্টগ্রাম আবাহনী। ১৪ ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ৩ পয়েন্ট। এমনকি পরবর্তী চার ম্যাচে জিতলেও তারা ফকিরেরপুলের পয়েন্টে পৌঁছাতে পারবে না। চট্টগ্রাম আবাহনীর অবনমন আসলে অনুমিতই ছিল প্রথম লেগের হতশ্রী পারফরম্যান্সের পর। আজ সেটা কেবল কাগজে-কলমে নিশ্চিত হলো।

অন্যদিকে, ১৪ ম্যাচে ঢাকা আবাহনীর সংগ্রহ ২৮ পয়েন্ট। শীর্ষে থাকা ঢাকা মোহামেডানের পয়েন্ট ৩৫। সাদা-কালোরা যদি পরবর্তী দুই ম্যাচে জয় পায়, তবে তাদের সংগ্রহ দাঁড়াবে ৪১ পয়েন্টে—যা এই লিগে তাদের প্রথম পেশাদার লিগ শিরোপা জয়ের জন্য যথেষ্ট। কারণ সেক্ষেত্রে আবাহনী পরবর্তী চার ম্যাচ জিতলেও সর্বোচ্চ ৪০ পয়েন্টে পৌঁছাতে পারবে।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।