ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

ফুটবল

হাইভোল্টেজ ম্যাচে গানারদের প্রতিপক্ষ পিএসজি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৫, সেপ্টেম্বর ১৩, ২০১৬
হাইভোল্টেজ ম্যাচে গানারদের প্রতিপক্ষ পিএসজি ছবি: সংগৃহীত

ঢাকা: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দিনের হাইভোল্টেজ ম্যাচ ধরা হচ্ছে পিএসজি আর আর্সেনালের মধ্যকার ম্যাচটিকে। ফ্রেঞ্চ লিগ জয়ী পিএসজির মাঠে খেলতে নামবে ইংলিশ জায়ান্ট আর্সেনাল।

বাংলাদেশ সময় রাত পৌনে একটায় মাঠে নামবে দুই দল।

এর আগে নিজেদের একবারই দেখা হয়েছে এই দুই দলের। ১৯৯৩-৯৪ মৌসুমের সেই ম্যাচে জিতেছিল আর্সেনাল। গানারদের জয়টি ছিল ২-১ গোলের অ্যাগ্রিগেটে।

পিএসজি নিজেদের মাটিতে ইউরোপিয়ান কোনো টুর্নামেন্টে ৩৯ ম্যাচের মাত্র একটিতেই হেরেছে। ২৫ ম্যাচ জয়ের পাশাপাশি ১৩ ম্যাচে ড্র করে দলটি। ২০১৫ সালের এপ্রিলে বার্সেলোনার বিপক্ষে একমাত্র পরাজয়ের ম্যাচটি ৩-১ গোলের ব্যবধানে।

এদিকে, ইউরোপিয়ান কোনো টুর্নামেন্টে অ্যাওয়ে ম্যাচে সবশেষ খেলা সাত ম্যাচের সাতটিতেই জিতেছে আর্সেনাল। গানাররা ৮টি জয়ের পাশাপাশি চারটি ম্যাচ ড্র করে। ফলে, অ্যাওয়ে ম্যাচে পিছিয়ে রাখা যাচ্ছে না আর্সেন ওয়েঙ্গারের শিষ্যদের।

নিজেদের সবশেষ ৫ ম্যাচের তিনটিতে জয় পেলেও পিএসজি একটি ম্যাচ ড্র করে। আর বাকি ম্যাচটিতে মোনাকোর বিপক্ষে হেরে যায়। অপরদিকে, নিজেদের শেষ ৫ ম্যাচে গানাররা জিতেছে তিনটি ম্যাচে। একটি ম্যাচে পয়েন্ট হারালেও বাকি ম্যাচটি ড্র করে আর্সেনাল।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।