ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

ফুটবল

সকার ক্লাব ফেনীকে ১-০ গোলে হারলো চট্টগ্রাম আবাহনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৩, সেপ্টেম্বর ২৭, ২০১৬
সকার ক্লাব ফেনীকে ১-০ গোলে হারলো চট্টগ্রাম আবাহনী

সিলেট: বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ফুটবলে তৃতীয় দিনে মঙ্গলবারে (২৭ সেপ্টেম্বর) প্রথম ম্যাচে সকার ক্লাব ফেনীকে ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী।

ম্যাচের প্রথমার্ধে দু’দল খেলার ছন্দে ফিরতে অনেক সময় লাগে।

যে কারণে স্ট্রাইকারদের তেমন কোনো পরিকল্পিত আক্রমণ লক্ষ্য করা যায়নি।

খেলার প্রথমার্ধের ২২ মিনিটের মাথায় আবাহনীর খেলোয়াড় জাহিদের বাড়িয়ে দেওয়া বলে সেন্ট পিক্সের শটটি গোলবারের বাইরে চলে যায়। ৪০ মিনিটে আরও এটি ব্যর্থ চেষ্টা করেন সেন্ট পিক্স।

তবে প্রথমার্ধে চট্টগ্রাম আবাহনীর দুর্গে তেমন কোনো আক্রমণই করতে পারেন নি সকার ক্লাব ফেনী।  

বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে উঠে সকার ক্লাব ফেনী।  চমরিন রাখানির দুর্দান্ত একটি শট রুখে দেন আবাহনীর গোলরক্ষক আশরাফুল।

খেলার ৫২ মিনিটের মাথায় চট্টগ্রাম আবাহনীর জাহিদের বাড়িয়ে দেওয়া বলে হাইতির রিক্রুট সেন্ট পিক্স আবারও গোল আদায়ে ব্যর্থ হন। তবে ৬৬ মিনিটে আর ভুল করেননি সেন্ট পিক্স। জাহিদের বাড়িয়ে দেওয়া বলে ম্যাচে জয় সূচক একমাত্র গোলটি করেন তিনি।
ম্যাচের ৬৭ মিনিটে খেলায় সমতা ফেরানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি সকার ক্লাব ফেনী। দলের খেলোয়াড় আকবর হোসেন চট্টগ্রাম আবাহনীর বিপদ সীমার মধ্যে বল পেয়েও কাজে লাগাতে পারেননি। গোল বারের উপর দিয়ে শটটি মেরে ফেনীর সমর্থকদের হতাশ করেন তিনি। এভাবে ব্যর্থ হয়ে ১-০ গোলে পরাজয় মেনে মাঠ ছাড়ে সকার ক্লাব ফেনী।
 
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
এনইউ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।