ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ইউরোর আয়োজক হতে চায় জার্মানি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
ইউরোর আয়োজক হতে চায় জার্মানি ছবি: সংগৃহীত

২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আয়োজক হতে চায় বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। স্বাগতিক দল হতে লড়বে জার্মানি, এমনটি নিশ্চিত করেছে দেশটির ফুটবল ফেডারেশন।

এর আগে ২০০৬ সালে বিশ্বকাপ ফুটবলের আয়োজক ছিল জার্মানি।

দেশটির ফুটবল সংস্থা (ডিএফবি) থেকে জানানো হয়, আগামী ২০২৪ সালের ইউরোর আয়োজক হতে লড়বে তারা।

দশ শহরের ভেন্যু নিয়ে ইউরোপ সেরার প্রতিযোগিতাটি আয়োজন করার ইচ্ছা তাদের। আগামী সেপ্টেম্বরে ভেন্যুগুলোর নাম ঘোষণা করা হবে।

২০২৪ আসরের স্বাগতিক হওয়ার জন্যে আগামী ০৩ মার্চের মধ্যে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার কাছে নাম জমা দিতে হবে। ২০১৮ সালের সেপ্টেম্বরে স্বাগতিক দেশের নাম চূড়ান্ত হবে।

এর আগে ১৯৮৮ সালে ইউরো আয়োজন করেছিল জার্মানি।

জার্মান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট নেইনহার্ড গ্রিনডেল জানান, ‘আমরা নিজেদের নাম প্রস্তাব করবো। ১০টি স্টেডিয়াম আমাদের প্রস্তুতি নেবে। আশা করি অর্থ নিয়ে কোনো সমস্যা থাকবে না। আমাদের মেগা ইভেন্ট আয়োজন করার পূর্ব অভিজ্ঞতাও আছে। আমি ও আমার দক্ষ কর্মীরা আন্তর্জাতিক মানের সকল সুবিধা দিতে প্রস্তুত। ’

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ২১ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।