ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

ফুটবল

ব্রাজিলের বিশ্বকাপ জার্সি উন্মোচন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৪, মার্চ ২১, ২০১৮
ব্রাজিলের বিশ্বকাপ জার্সি উন্মোচন ব্রাজিলের হোম ও অ্যাওয়ে জার্সি

ঢাকা: আসন্ন রাশিয়া বিশ্বকাপের জন্য জার্সি প্রকাশ হলো পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের। এতোদিন বেশ ক’টি ছবি ফাঁস হলেও এবার জার্সি উন্মোচন করলো খেলার সরঞ্জাম প্রস্তুতকারী যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কোম্পানি নাইকি।

বরাবরের মতো এবারের জার্সিতেও বৈচিত্র্য এনেছে নাইকি। হোম জার্সিতে পতাকার রংয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে হলুদ রংয়ের প্রাধান্য দেওয়া হয়েছে।

আর অ্যাওয়ের জন্য তৈরি করা হয়েছে গাড় নীল রংয়ে, যাতে দেওয়া হয়েছে বাড়তি ডিজাইন।

চলতি বছরের ১৪ জুন রাশিয়ায় বসছে বিশ্ব ফুটবলের সবচেয়ে জমজমাট এবারের আসর। আসরে গ্রুপ ‘ই’-তে তিতের শিষ্যদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়া।

বাংলাদেশ সময়: ২৩১২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।