ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সবুজের হ্যাটট্রিক জেতালো বাংলাদেশকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
সবুজের হ্যাটট্রিক জেতালো বাংলাদেশকে ছবি:সংগৃহীত

তৌহিদুল আলম সবুজের হ্যাটট্রিকে থাইল্যান্ডে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শুক্রবার স্বাগতিক ব্যাংকক গ্লাস ফুটবল ক্লাবকে ৪-৩ গোলে হারিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। দলের হয়ে অন্য গোলটি করেন আবু সুফিয়ান সুফিল।

লাওসের বিপক্ষে আগামী ২৭ মার্চ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। যেটি কিনা গত ১৮ মাস পর লাল-সবুজের কোনো আন্তর্জাতিক ম্যাচ।

আর এই ম্যাচে আগে এমন জয়ে দারুণ  উচ্ছ্বসিত অ্যান্ড্রু ওর্ডের শিষ্যরা।  

এর আগে ব্যাংককে বুধবার প্রথম প্রস্তুতি ম্যাচে রাচাবুড়ি ফুটবল ক্লাবের কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

এদিন ৬ মিনিটে সুফিল বাংলাদেশকে এগিয়ে দেন। পরে অবশ্য দ্রুতই সমতায় ফেরে স্বাগতিকরা। কিন্তু সবুজ ৩০ ও ৪২ মিনিটে গোল করে দলকে ৩-১ এ এগিয়ে নেন প্রাথেমার্ধেই।

বিরতির পর ব্যাংকক গ্লাস ৩-৩ সমতাও ফেরে। কিন্তু ম্যাচের নির্ধারিত সময়ের ৩ মিনিট আগে সবুজ নিজের তৃতীয় গোল করলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ২৩ মার্চ, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।