ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মালয়েশিয়ার জালে বাংলাদেশ কিশোরীদের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
মালয়েশিয়ার জালে বাংলাদেশ কিশোরীদের গোল উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

হংকংয়ে জকি ক্লাব নারী ফুটবল প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচেই গোল উৎসব করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। চার জার্তি টুর্নামেন্টে মালয়েশিয়াকে ১০-১ গোলে উড়িয়ে মাঠ ছাড়ে বাঘিনীরা।

জোড়া গোল উদযাপনে মাতেন তহুরা খাতুন, শামসুন্নাহার ও আনাই মগিনি। একবার করে লক্ষ্যভেদ করেন সাজেদা খাতুন, আনুচিং মগিনি, নিলুফা ইয়াসমিন ও শামসুন্নাহার জুনিয়র।

গত ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত অ-১৫ সাফ ফুটবলে ভারতকে হারিয়েই তহুরা-আনুচিংরা হয়েছিল অপরাজিত চ্যাম্পিয়ন। এবার লাল-সবুজ জার্সিতে হংকং মাতাচ্ছে বাংলাদেশের কিশোরীরা।

খেলার প্রথমার্ধেই ৬-০ গোলে লিড নেয় গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা। বিরতির পর আরও চারটি গোলের বিপরীতে হজম করতে হয় একটি।

নারী ফুটবলে এর আগে একবারই মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। গত বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সিনিয়রদের ম্যাচে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল মালয়েশিয়া। কিন্তু এবার বাংলাদেশের জুনিয়রদের সামনে দাঁড়াতেই পারলো না তারা। বিধ্বস্ত হওয়া যাকে বলে!

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ৩০ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।