ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বঙ্গবন্ধু গোল্ডকাপে ফাইনালে চাঁপাইনবাবগঞ্জ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৮
বঙ্গবন্ধু গোল্ডকাপে ফাইনালে চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে সিরাজগঞ্জকে হারিয়ে ফাইনালে উঠেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা একাদশ।

রোববার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতু সংলগ্ন ডা.আ.আ.ম মেসবাহুল হক বাচ্চু স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় ৫-০ গোলে চাঁপাইনবাবগঞ্জ জেলা দল জয় লাভ করে।

  খেলায় চাঁপাইনবাবগঞ্জের হয়ে গোল করেন ২০ নম্বর জার্সি পরিহিত কস্তা, ৪ নম্বর জার্সি পরিহিত মানিক, ৬ নম্বর জার্সি পরিহিত নাইজেরিয়ান খেলোয়াড় বেল্লাল, ১৬ নম্বর জার্সি পরিহিত নাসির, ৯ নম্বর জার্সি পরিহিত মালেক। এদিকে সিরাজগঞ্জ কোনো গোল করতে সক্ষম হয়নি।

খেলায় উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম, পৌর মেয়র শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন, মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাবুল হক বুলি, বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা চেম্বারের সভাপতি এরফান আলী, মুক্তিযোদ্ধা রহুল আমিন।
আরো উপস্থিত ছিলেন- টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. তফিকুল ইসলাম তোফা, জেলা ক্রীড়া অফিসার আখতারুজ্জামান রেজা তালুকদার রুমি, ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শফিকুল আলম ভোতা, আব্দুল হান্নান, মো. আপেলসহ অন্যরা।

খেলায় ধারাভাষ্যের দায়িত্বে ছিলেন মো. শরিফুল ইসলাম। সোমবার দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে নওগাঁ জেলা বানাম রংপুর জেলা দল। খেলায় শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন ২০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কস্তা।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।