ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

প্রীতি ফুটবল ম্যাচে বিশ্বভারতীকে হারাল ইবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
প্রীতি ফুটবল ম্যাচে বিশ্বভারতীকে হারাল ইবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইবি: প্রীতি ফুটবল ম্যাচে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে হারিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

মঙ্গলবার (১০ এপ্রিল) দুপুর ১টার দিকে ইবির কেন্দ্রীয় ফুটবল মাঠে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে ১-০ গোলে হারায় স্বাগতিক ইবি।

বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, ইবি ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মধ্যকার শিক্ষা ও সাংস্কৃতি আদান-প্রদানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে।

ইবির উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী এ প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন-ইবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদষ্টা অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের অধ্যাপক সাগরিকা বন্দোপাধ্যায় প্রমুখ।

ম্যাচ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসময় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের অধ্যাপক সাগরিকা বন্দোপাধ্যায়কে ইবির পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।