ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ফুটবল মাঠে ভাল্লুক এনে বিতর্ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
ফুটবল মাঠে ভাল্লুক এনে বিতর্ক ছবি: সংগৃহীত

রাশিয়ার তৃতীয় বিভাগ ফুটবলে একটি ম্যাচে মাঠে দেখা গেল ভাল্লুককে। বন্য পশুটি রেফারির হাতে বল তুলে দিয়েছে। তবে এই ঘটনা নিয়ে রীতিমতো বিতর্ক শুরু হয়ে গেছে রাশিয়া থেকে শুরু করে পুরো বিশ্বে।

তৃতীয় বিভাগের এ খেলাটি ছিল মাশুক কেএমভি বনাম আংগুস্টের। সেই ম্যাচ শুরুর আগেই দেখা গেল এক মজার দৃশ্য।

ফুটবলাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন মাঠে। রয়েছেন রেফারিরা। হঠাৎ মাঠে উপস্থিত এক ভাল্লুক। যার নাম টম।

ম্যাচ শুরুর আগে কিছুক্ষণ নাচতে দেখা যায় টমকে। প্রশিক্ষণপ্রাপ্ত ভাল্লুকটি তারপর ম্যাচ বল রেফারির হাতে তুলে দেয়। এই ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।  

কিন্তু রাশিয়ার বন্যপ্রাণ সুরক্ষা দপ্তরের শীর্ষকর্তারা রীতিমতো চটেছেন। এভাবে একটি ভাল্লুককে ফুটবল মাঠে নিয়ে আসায়, তারা গোটা বিষয়টিকে ‘অমানবিক’ আখ্যা দিয়েছেন। টুইটারে অনেকেই নানা বিরূপ মন্তব্য করেছেন।

জুন মাসেই রাশিয়ায় বসবে বিশ্বকাপের আসর। তার আগে এই ঘটনায় গোটা ফুটবল বিশ্ব বেশ হতবাক।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ১৮ এপ্রিল, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।