ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বাগেরহাটে শহীদ শেখ আবু নাসের ফুটবল টুর্নামেন্ট শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
বাগেরহাটে শহীদ শেখ আবু নাসের ফুটবল টুর্নামেন্ট শুরু টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাহউদ্দিন

বাগেরহাট: বাগেরহাটে চতুর্থ বারের মতো শহীদ শেখ আবু নাসের ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

শনিবার (২১ এপ্রিল) বিকেলে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাহউদ্দিন এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

বাগেরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাগেরহাটের পৌর মেয়র খান হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য শওকত আলী খান জাহাঙ্গীর, চোধুরী জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য ফিরোজুল ইসলাম, বাগেরহাট চেম্বার অব কমার্সের সভাপতি লিয়াকত আলী লিটন।

এসময় আরো উপস্থিত ছিলেন- বাগেরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ সভাপতি অমিত রায়, কোষাধ্যক্ষ সরদার ওমর ফারুক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সরদার সেলিম আহমেদ, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য আব্দুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার ও সাধারণ সম্পাদক আব্দুল বাকী তালুকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাজী মো. সালাহউদ্দিন বলেন, ফুটবলের উৎকর্ষ সাধনের জন্য সরকার বাংলাদেশ ফুটবল ফেডারেশকে সার্বিক সহযোগিতা করছে। দেশের যেকোনো জেলায় ফুটবল খেলা আয়োজনের ব্যাপারে সব ধরনের সহযোগিতা বাংলাদেশ ফুটবল ফেডারেশন করবে।

১২টি দলের অংশগ্রহণে উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছে সাতক্ষীরা ও যশোর জেলা দল। প্রথমদিনের খেলায় কোনোপক্ষের গোল না হওয়ায় পরে ট্রাইব্রেকারে গড়ায় খেলা। ট্রাইবেকারে সাতক্ষীরা ৫-৪ গোলে যশোর জেলা দলকে পরাজিত করে।

টুর্নামেন্টে ঢাকা আরামবাগ ক্রীড়া চক্র, সাঈদ পাওয়ার স্পোর্টিং ক্লাব, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পাবনা, ঝিনাইদাহ, মাগুরা, রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্মৃতি সংসদ এবং ভারতের ওয়ারী ফুটবল দল অংশ নেবে। ৩০ এপ্রিল ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হবে বাগেরহাটের ১২ দলীয় ফুটবল টুর্নামেন্ট।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।