ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

এফএ কাপের ফাইনালে চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
এফএ কাপের ফাইনালে চেলসি ছবি: সংগৃহীত

ঢাকা: সাউদাম্পটনকে ২-০ গোলে হারিয়ে এফএ কাপের ফাইনালে উঠেছে গেলবারের রানারর্সআপ চেলসি। ব্লুজদের হয়ে গোল দু’টি করেছেন অলিভিয়ে জিরুদ ও আলভারো মোরাতা।

রোববার (২২ এপ্রিল) ওয়েম্বলি স্টেডিয়ামে প্রথমার্ধের খেলায় কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি চেলসি। তবে দ্বিতীয়ার্ধের একেবারে শুরুতেই সফলতা ধরা দেয় আন্তেনিও কোন্তের শিবিরে।

 

ম্যাচের বয়স তখন ৪৬ মিনিট। সেস ফ্যাব্রিগাসের উঁচু করে এগিয়ে দেওয়া বল ডি-বক্স সীমানায় বাঁ-পায়ের সামনে বাড়ান এডেন হ্যাজার্ড। সেখান থেকে ডান পায়ের টোকায় জালে বল জড়ান ফরাসি স্ট্রাইকার জিরুদ।

৮২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোরাতা। ডান দিক থেকে ডিফেন্ডার সেসার আসপিলিকুয়েতার ক্রসে হেডে গোলরক্ষককে বোকা বানান এই স্প্যানিশ ফরোয়ার্ড।

আগামী ১৯ মে একই ভেন্যুতে শিরোপা নির্ধারণী ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে সাতবারের চ্যাম্পিয়ন চেলসি।

বাংলাদেশ সময়: ০১২৬ ঘণ্টা, ২৩ এপ্রিল ২০১৮
এইচএল/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।