ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

পিএফএ’র বর্ষসেরা সালাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
পিএফএ’র বর্ষসেরা সালাহ মোহাম্মদ আল সালাহ।

ঢাকা:  প্রফেশনাল ফুটবলার অ্যাসোসিয়েশনের (পিএফএ) ২০১৭-১৮ মৌসুমের বর্ষসেরা পুরষ্কার জিতলেন মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ আল সালাহ। ক্লাব ফুটবলের সেরাদের সেরা হিসেবে সংস্থাটি তাকেই বেছে নিয়েছে।   

সেরার প্রতিযোগিতায় লিভারপুলের ২৫ বছর বয়সী এ ফুটবলার পেছনে ফেলেছেন ম্যানসিটির কেভিন দ্য ব্রুইনে, টটেনহ্যামের হ্যারি কেইন, ম্যানসিটির লিরোই সেইন, দাভিদ সিলভা ও ম্যানচেস্টার ইউনাইটেডের ডেভিড দে গিয়াকে।

ম্যানসিটির উইঙ্গার সেইন বর্ষসেরা ফুটবলারের খেতাব জিততে না পারলেও জিতেছেন সেরা তরুণ প্লেয়ারের পুরষ্কার।

এদিকে সংস্থাটির বিচারে বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন ফ্র্যান কিরবি।  আর সেরা তরুণী ফুটবলারের মুকুট জিতেছেন ব্রিস্টল সিটির লরেন হেম্প।

বর্ষসেরা হওয়ার পর এক প্রতিক্রিয়ায় সালাহ বলেন, পুরষ্কারটি আমার কাছে বিশেষ কিছু। কেননা এখানে যারা ভোট দিয়েছেন তারা সবাই খেলোয়াড়। আমি খুবই খুশি ও গর্বিত।

বাংলাদেশ সময়: ০৬১১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
এইচএল/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।