ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

গোপালগঞ্জে অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
গোপালগঞ্জে অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল।

গোপালগঞ্জ: গোপালগঞ্জে জেএফএ অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল চ্যাম্পয়ানশিপ খেলার প্রাথমিক পর্বে জয় পেয়েছে রাজবাড়ী ও মাগুরা জেলা দল।

বুধবার (২৫ এপ্রিল) বিকেলে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম মাঠে দিনের প্রথম খেলায় রাজবাড়ী জেলা দল মাদারীপুর জেলা দলকে ৪-০ গোল ব্যবধানে পরাজিত করে। খেলায় রাজবাড়ী জেলা দলের সাদিয়া হ্যাট্রিক করে।

দিনের দ্বিতীয় খেলায় মাগুরা জেলা দল স্বাগতিক গোপালগঞ্জ জেলা দলকে ৪-০ গোলে পরাজিত করে। খেলার প্রথমার্ধেই মাগুরা জেলা দল চার গোল করে।

এ টুর্নামেন্টে রাজবাড়ি, ফরিদপুর, মাদারীপুর, মাগুরা, শরিয়তপুর ও গোপালগঞ্জ জেলা দল অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।