ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

ফুটবল

এগিয়ে থেকেও জয় পেল না আবাহনী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪০, এপ্রিল ২৫, ২০১৮
এগিয়ে থেকেও জয় পেল না আবাহনী এগিয়ে থেকেও জয় পেল না আবাহনী

ঢাকা: এএফসি কাপের দ্বিতীয় লেগের খেলায় ঘরের মাটিতে আইজলের বিপক্ষে মাঠে নেমেছিল ঢাকা আবাহনী। নেমেই অবশ্য গোলের দেখা পায়নি। অপেক্ষা করতে হয়েছে ৩০ মিনিট পর্যন্ত। ২৯ মিনিটে রায়হানের থ্রো থেকে এমেকা অনুহা বল নিয়ন্ত্রণে নিয়ে আইজলের ডি বক্সে ঢুকলে, পেছন থেকে অতিথি ডিফেন্ডার ধাক্কা দেন এমেকাকে। পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

সেই পেনাল্টি থেকে জালে বল ঠেলে আকাশি-নীলদের ১-০ গোলে এগিয়ে দেন।  এই স্কোর লাইন নিয়েই প্রথমার্ধ শেষে মাঠ ছাড়ে দুই দল।

বিরতির পর ৬৫তম মিনিটে সমতায় ফেরে আইজল। ডান প্রান্ত থেকে ডোডসের এগিয়ে দেয়া বল থেকে গোলবারের সামনে থেকে গোল করেন আন্দ্রে ইয়োনেস্কু (১-১)।

এরপর ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ড্র নিয়ে পয়েন্ট ভাগাভাগি করে দুই দল।

অথচ প্রথম লেগে ভারত চ্যাম্পিয়নদের তাদের মাটিতেই ৩-০ গোলে হারিয়েছিল আবাহনী।

এএফসি কাপের ‘ই’ গ্রুপের ম্যাচে বুধবার (২৫ এপ্রিল)  বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বেলা সাড়ে ৪টায় মুখোমুখি হয় দুই দল। গেল ১১ এপ্রিল প্রথম লেগের ম্যাচে আইজলের মাঠে ৩-০ গোলে জিতেছিল আবাহনী। সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করেই নেমেছিল সাইফুল বারী টিটুর শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ২৫ এপ্রিল, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।