ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

অপরাজিত চ্যাম্পিয়ন বার্সা, মেসির হ্যাটট্রিক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৮
অপরাজিত চ্যাম্পিয়ন বার্সা, মেসির হ্যাটট্রিক জয়ের পর মেসির উল্লাস/ছবি: সংগৃহীত

ঢাকা: চার ম্যাচ বাকি থাকতেই লা-লিগার শিরোপা ঘরে তুললো বার্সেলোনা। রোববার রাতের ম্যাচে দেপোর্তিভোকে ৪-২ ব্যবধানে হারিয়ে ২৫তম শিরোপা নিশ্চিত করে কাতালানরা।

এস্তাদিও রিয়াজোর মাঠে অতিথি হয়ে এসে বার্সার হয়ে হ্যাটট্রিক করেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।  লিগের ৩৪ ম্যাচের মধ্যে কোনোটাতেই হারেনি আরনেস্টো ভালভারদের শিষ্যরা।

২৬ ম্যাচে জয় আর ৮টিতে ড্র করেছে মেসি-সুয়ারেজ-ইনিয়েস্তারা।  

এ জয়ের ফলে ৩৪ ম্যাচ খেলে বার্সার পয়েন্ট দাঁড়ালো ৮৬। পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদ ৩৩ ম্যাচ খেলে ৭৩ পয়েন্ট সংগ্রহ করেছে। তাদের হাতে রয়েছে আরও ৫ ম্যাচ। তবে ওই পাঁচ ম্যাচ জয় পেলেও শিরোপা জিততে পারবে না তারা।  

সবশেষ ১০ মৌসুমের সাতটিতেই জয় পেয়েছে কাতালানরা। খেলোয়াড় হিসেবে মেসি এবং ইনিয়েস্তা দু’জনই রেকর্ড ৯ম বারের মত লা-লিগা শিরোপার মুকুট জিতলেন।

গেল সপ্তাহে সেভিয়াকে ৫-০ গোলে হারিয়ে স্প্যানিশ কোপা দেল’রের শিরোপাও নিজেদের ঝুলিতে ভরেছে কাতালানরা। শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রোমার কাছে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের।  

বাংলাদেশ সময়: ০৫৩২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৮
এসএইচ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।