ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

ফুটবল

লিভারপুলে আরও ৫ বছর ব্রাজিলিয়ান ফিরমিনো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১০, এপ্রিল ৩০, ২০১৮
লিভারপুলে আরও ৫ বছর ব্রাজিলিয়ান ফিরমিনো কোচ ইয়র্গেন ক্লপের সঙ্গে ফিরমিনো-ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুলের সঙ্গে নতুন করে আরও পাঁচ বছরের চুক্তি করলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবার্টো ফিরমিনো। এর ফলে ২০২৩ সাল পর্যন্ত তিনি অ্যানফিল্ডে থাকছেন। চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগে তার এই চুক্তি দলকে দারুণভাবে উজ্জীবিত করবে।

অলরেডসদের গুরুত্বপূর্ণ ফুটবলার ফিরমিনো চলতি মৌসুমে দলের হয়ে ২৭টি গোল করে অসাধারণ অবদান রেখেছেন।

এর আগে ২০১৫ সালে ২৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে জার্মান ক্লাব হোফেনহেইম থেকে লিভারপুলে পাড়ি দেন ফিরমিনো।

 

সে সময় তিনি সপ্তাহিক বেতন হিসেবে পেতেন ৮০ হাজার পাউন্ড। তবে নতুন চুক্তি তার সপ্তাহাকি বেতন বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার পাউন্ডে। বাংলাদেশি মুদ্রা যা, ১ কোটি ৭৪ লখা ৪ হাজার ৬৫৮ টাকা।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ৩০ এপ্রিল, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।