ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ডাবল শিরোপা উদযাপনে মেসি-ইনিয়েস্তারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, মে ১, ২০১৮
ডাবল শিরোপা উদযাপনে মেসি-ইনিয়েস্তারা ছবি: সংগৃহীত

চার ম্যাচ হাতে রেখেই চলতি মৌসুমে লা লিগার শিরোপা পুনরুদ্ধার করলো বার্সেলোনা। সেই সঙ্গে আগেই নিশ্চিত করেছে স্প্যানিশ ঘরোয়া ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা দেল রে’র ট্রফি। আর এই ডাবল জেতার পর উদযাপনে মেতেছেন মেসি-ইনিয়েস্তারা।

সোমবার ছাদ খোলা বাসে ট্রফিসহ বার্সার ফুটবলার ও কোচ প্যারেড করেন। যেখানে হাজারো সমর্থকের সামনে বিজয়ের উল্লাস করতে দেখা যায় তাদের।

এর আগে গত রোববার লিওনেল মেসির হ্যাটট্রিকে দেপোর্তিভো লা করুনাকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জেতে বার্সা। আর গত সপ্তাহে সেভিয়াকে কোপা দেল রে’র ফাইনালে ৫-০ গোলে উড়িয়ে ডাবল নিশ্চিতে এক পা বাড়িয়ে রাখে আর্নেস্টো ভালভার্ডের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ০১ মে, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।