ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ভুলে যান বিবিসি, সময় এখন লিভারপুল ত্রয়ীর!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, মে ৩, ২০১৮
ভুলে যান বিবিসি, সময় এখন লিভারপুল ত্রয়ীর! বাঁ থেকে মানে-সালাহ-ফিরমিনো-ছবি: সংগৃহীত

রোমাকে সেমিফাইনালের দুই লেগ মিলিয়ে ৭-৬ গোল ব্যবধানে হারিয়ে কিয়েভের ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে চলেছে লিভারপুল। তবে ফাইনালের আগেই রিয়ালকে একটা জায়গায় পেছনে ফেলেছে ইংলিশ জায়ান্ট ‘অল রেডসরা।

চ্যাম্পিয়নস লিগের এক আসরে গোল করার ক্ষেত্রে আক্রমণভাগের তিন ত্রয়ী সালাহ-মানে-ফিরমিনোরা পেছনে ফেলেছেন রিয়ালের বিখ্যাত ত্রয়ী বেনজেমা-বেল-রোনালদো তথা বিবিসি’কে।

উয়েফা চ্যাম্পিয়নস লিগে এবার একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে লিভারপুল।

সেই চমকে এমনি যে চ্যাম্পিয়নস লিগে তাদের একপ্রকার অজেয় মনে হচ্ছে। আর ইয়র্গেন ক্লপ শিষ্যদের এমন অজেয় হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে দলটির আক্রমণভাগ।  

বর্তমান ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত তিন ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ, সাদিও মানে ও রবার্টো ফিরমিনো’র ঝলকে দীর্ঘ ১১ বছর পর আবারো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে লিভারপুল। সেবার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিলো। আর এবার ক্লপের অধীনে শিরোপার দাবিদার হিসেবে আবির্ভূত হয়েছে দলটি।

কিন্তু, এবারের দলটিকে একেবারেই আলাদা মনে হচ্ছে। এর কারণ তিন দুর্দান্ত ফরোয়ার্ড। আর এই তিন ফরোয়ার্ডের কাছে রেকর্ড হারালেন রিয়াল মাদ্রিদের ত্রিমূর্তি ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা ও গ্যারেথ বেল।  

সালাহ, মানে ও ফিরমিনো, এই তিনজনের পা থেকে চলতি আসরে গোল এসেছে ২৯টি। এই ২৯ গোলের মধ্যে ১০টি করে গোল সালাহ ও ফিরমিনোর। আর বাকি ৯টি মানের। এর আগে ২৮ গোল নিয়ে শীর্ষে ছিলেন রিয়ালের আক্রমণ ত্রয়ী। ২০১৩-২০১৪ সালে ২৮ গোল করে ওই রেকর্ড গড়েছিলেন রোনালদো, বেনজেমা ও বেল।

এই ত্রয়ীর রেকর্ড ছাড়াও একটি ব্যক্তিগত রেকর্ডও গড়েছেন লিভারপুলের মানে। সেমিফাইনালের দ্বিতীয় লেগে ম্যাচের ৯ মিনিটের মাথায় তার গোলেই প্রথম এগিয়ে যায় লিভারপুল। আর এই গোল করার পথেই চ্যাম্পিয়নস লিগে নিজের অভিষেক আসরে ১০ ম্যাচে সর্বোচ্চ ৯ গোল করে রেকর্ড গড়েছেন সেনেগালের এই ফুটবলার।  

এই রেকর্ড গড়ার পথে মানে পেছনে ফেলেছেন ইংলিশ ফুটবলার হ্যারি কেন এবং ইতালিয়ান সিমোনে ইনজাগিকে। নিজের অভিষেক আসরে টটেনহামের হ্যারি কেন ও ১৯৯৯-২০০০ সালের আসরে লাজিও’র ইনজাগি ১০ ম্যাচ খেলে ৮ গোল করে রেকর্ড গড়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, ০৩ মে, ২০১৮
এমএইচ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।