ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সংখ্যায় সংখ্যায় চ্যাম্পিয়নস লিগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, মে ৩, ২০১৮
সংখ্যায় সংখ্যায় চ্যাম্পিয়নস লিগ ছবি: সংগৃহীত

আগামী ২৬ মে ইউক্রেনের কিয়েভে শিরোপা লড়াইয়ে রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ইংলিশ জায়ান্ট লিভারপুল। সেই ম্যাচকে ঘিরে বিশেষজ্ঞ থেকে শুরু করে দর্শক-সমর্থকদের মাঝে চলছে চুলচেরা বিশ্লেষণ। এ নিয়ে পরিসংখ্যানে ঢু মারছেন অনেকে।

তবে ফাইনালে ওঠা দুই দল ছাড়াও বাকিদের ভূমিকা কিন্তু এখনও ফুরিয়ে যায়নি। বরং আগেভাগে বাদ পড়েও কিছু ক্ষেত্রে সেরাদের তালিকায় অবস্থান করে নিয়েছে কিছু ক্লাব আর ফুটবলার।

ফাইনালের সেই রোমাঞ্চের পূর্বে চলুন একনজরে দেখে নেওয়া যাক সংখ্যা তত্ত্বে এবারের চ্যাম্পিয়নস লিগ।

ফাইনালের পূর্বে চ্যাম্পিয়নস লিগের এবারের আসরের পরিসংখ্যানঃ

অনুষ্ঠিত মোট ম্যাচঃ ১২৪ (ফাইনালসহ মোট ম্যাচ ১২৫)
মোট গোলঃ ৩৯৭
ম্যাচ প্রতি গোলের হারঃ ৩.২০
গোল প্রতি সময়ঃ ২৮ মিনিট
সবচেয়ে বেশি সফল পাসঃ ৮৯% (প্যারিস সেন্ট জার্মেই)
সবচেয়ে বেশি বল দখলঃ ৬২% (ম্যানচেস্টার সিটি)
সর্বোচ্চ গোল প্রচেষ্টাঃ ২১৯ (বায়ার্ন মিউনিখ)
সর্বোচ্চ গোল (ক্লাব): ৪০ (লিভারপুল)
সর্বোচ্চ গোল (ফুটবলার): ১৫ (ক্রিস্টিয়ানো রোনালদো, রিয়াল মাদ্রিদ)
সর্বোচ্চ অ্যাসিস্টঃ ৯ (জেমস মিলনার, লিভারপুল)
সর্বোচ্চ সফল পাসঃ ৮৫১ (এভার বানেগা, সেভিয়া)
সর্বোচ্চ সেভঃ ৪৭ (অ্যালিসন বেকার, রোমা)
মাঠে সবচেয়ে বেশি সময়ঃ ১০৮০ মিনিট (রোনালদো, রিয়াল মাদ্রিদ)

এদিকে এবারের আসরে সবচেয়ে বড় চমক যে ইংলিশ ক্লাব লিভারপুল, এতে কোন সন্দেহের অবকাশ নেই। সর্বশেষ ২০০৭ সালে ফাইনালে উঠেও খালি হাতে বিদায় নিতে হয় দলটিকে। তারপর থেকে চ্যাম্পিয়নস লিগের দরজায় পা রাখাই মুশকিল হয়ে পড়েছিল ‘অল রেড’দের জন্য। কিন্তু এবার যেন পণ করেই এসেছে ক্লপের দল। দলে সালাহ, মানে আর ফিরমিনোদের উপস্থিতি দলটিকে যেন অজেয় করে তুলেছে। গোলসংখ্যায় সবার উপরে লিভারপুলের নাম জ্বলজ্বল করছে। গোলদাতার তালিকাতেও রোনালদোর পরের তিনটি স্থান লিভারপুলের তিন আক্রমণ ত্রয়ীর।

ফাইনালে প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ নিয়েই হাজির হবে লিভারপুল। তবে তুলনায় জিদানের রিয়াল মাদ্রিদ অনেক বেশি পরিপক্ক। টানা তিন শিরোপা জয়ের লক্ষ্যেই মাঠে নামবে জিদানের রিয়াল। এই দলের বিবিসি’খ্যাত বেল-বেনজেমা-রোনালদো যে আরও একবার শিরোপা তুলে ধরতে উদগ্রীব তাতে কোনো সন্দেহ নেই। সবমিলিয়ে জমজমাট এক ফাইনালই অপেক্ষা করছে তাবৎ ফুটবলপ্রেমীদের জন্য।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ০৩ মে, ২০১৮
এমএইচ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।