ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

ফুটবল

নতুন নেইমার খুঁজে পেলো বার্সা!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৯, মে ৪, ২০১৮
নতুন নেইমার খুঁজে পেলো বার্সা! রদ্রিগো

ঢাকা:  গত বছর আগস্টে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) পাড়ি জমান বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় নেইমার। সেই সাথে ভেঙে যায় বার্সার বিখ্যাত ‘এমএসএন’ ত্রয়ী।

পিএসজিতে প্রথম মৌসুমটি খুব একটা সুবিধার হয়নি নেইমারের, ইঞ্জুরিতে পড়ে এখন রয়েছেন মাঠের বাইরে। অন্যদিকে নেইমারকে হারিয়ে ধুকেছে বার্সাও।

কিছুতেই তার বিকল্প খুঁজে পাচ্ছিলো না কাতালান জায়ান্টরা। অবশেষে নেইমারের বিকল্প খুঁজে পেয়েছে বার্সা। সেই বিকল্প তরুণ তুর্কি রদ্রিগো গোয়েস।

বলা হচ্ছে, নেইমারের যথার্থ বিকল্প রদ্রিগো। দুজনের খেলার ধরনে মিল তো আছেই, দুজনই ব্রাজিলের খেলোয়াড়। শুধু কি তাই, মাত্র ১৭ বছরের এই তরুণ নেইমারেরই সাবেক ক্লাব সান্তোসে খেলে। সেখানে কম সময়ে ক্লাবের হয়ে পাঁচ গোলের রেকর্ড গড়েছে। ব্রাজিল যুবদলের হয়েও নজর কেড়েছে রদ্রিগো।  

এই বিস্ময় বালককে দলে ভেড়াতে ইউরোপীয় ক্লাবগুলোর মধ্যে তুমুল প্রতিযোগিতা হবে বলে ধারণা করা হচ্ছে। তবে তার আগেই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা তাকে দলে নিতে জোর চেষ্টা চালাচ্ছে। সান্তোসের সাথে আলোচনা করার পাশাপাশি রদ্রিগোর এজেন্ট ও বাবার সঙ্গে বার্সেলোনা কথা বলে রেখেছে।

বার্সেলোনার আক্রমণভাগ নেইমারহীন অবস্থায় মোটেই সন্তোষজনক নয়। মেসি ছাড়া বাকিদের অবস্থা বলার মতো নয়। নেইমারের স্থলে খেলা উসমান ডেম্বেলে চলতি মৌসুমে জ্বলে উঠতে ব্যর্থ। ২০ ম্যাচ খেলে তার গোল মাত্র ৯টি। ওদিকে আবার দলের অধিনায়ক ও অন্যতম সেরা মিড ফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়ছেন। এমন অবস্থায় দলে ভালোমানের ফুটবলার আনা জরুরি। সেই চিন্তা থেকেই রদ্রিগোর দিকে হাত বাড়িয়েছে বার্সা। স্কাউটরা রদ্রিগোর ব্যাপারে সবুজ সংকেত দেওয়ার পর থেকেই আলোচনা চালিয়ে যাচ্ছে কাতালান ক্লাবটি।

রদ্রিগোকে এই মুহূর্তে ব্রাজিলের সবচেয়ে উদীয়মান তারকা হিসেবে দাবি করা হচ্ছে। বয়স মাত্র ১৭ হলে কি হবে? এই বয়সেই আলো ছড়াচ্ছে সে। বয়স কম হওয়ায় তাকে দলে নিতে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে বার্সাকে। তবে তাকে দলে পাওয়ার নিশ্চয়তা হিসেবে আগেভাগেই চুক্তি সেরে ফেলতে চায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা। সান্তোসের সাথে রদ্রিগোর চুক্তির মেয়াদ উত্তীর্ণ হবে ২০২২ সালে। তার জন্য সান্তোসের বেঁধে দেয়া ‘রিলিজ ক্লজ’ ৫০ মিলিয়ন ইউরো পরিশোধ করতে হবে বার্সাকে।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, মে ০৪, ২০১৮
এমএইচএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।