ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ইনিয়েস্তার শেষ এল ক্লাসিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, মে ৪, ২০১৮
ইনিয়েস্তার শেষ এল ক্লাসিকো আন্দ্রেস ইনিয়েস্তা

ঢাকা: আগামী রোববার আরও একটি ‘এল ক্লাসিকো’তে মুখোমুখি হবে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। লিগ শিরোপার নির্ধারণ আগেই হয়ে যাওয়ায় এই ম্যাচ গুরুত্ব হারাচ্ছে এমনটা ভাবার কোনো সুযোগ নেই। কেননা, বার্সার দীর্ঘদিনের সেনানী আন্দ্রেস ইনিয়েস্তার এটাই যে শেষ ‘এল ক্লাসিকো’।

লা লিগার শিরোপা আগের ম্যাচেই নির্ধারিত হয়ে গেছে। ৩৪ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে শিরোপা উল্লাসে মেতেছে আর্নেস্তো ভালভার্দের দল।

মৌসুমের বাকি চার ম্যাচ হারলেও তাতে কিছু যায় আসবে না বার্সার। অন্যদিকে রিয়ালের পয়েন্ট ৩৪ ম্যাচে ৭১। পয়েন্ট টেবিলের তিন নম্বর স্থানে অবস্থান করছে জিনেদিন জিদানের শিষ্যরা। এক ম্যাচ বেশি খেলে ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ডিয়েগো সিমিওনের অ্যাথলেটিকো মাদ্রিদ।
 
পয়েন্ট টেবিলের অবস্থান যাই হোক না কেন, ‘এল ক্লাসিকো’র আবেদন অন্যরকম। তাছাড়া লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হওয়ার আগে বার্সার বিপক্ষে জয়টা টনিকের মতো কাজ করতে পারে রিয়ালের জন্য। বার্সা জিতলে অপরাজিত থেকে লিগ শেষ করার হাতছানি যেমন রয়েছে, তেমনি রয়েছে রোমার কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়ার দুঃখ মোছার সুযোগ।
 
এবারের ‘এল ক্লাসিকো’ আরও একটা কারণে বিশেষ বার্সার জন্য। রিয়ালের বিপক্ষে ক্লাবের কিংবদন্তির শেষ ম্যাচ হতে চলেছে এটি। তাকে বিদায়ী উপহার দেওয়ার আকাংখ্যা মেসিদের আরও তাতিয়ে দিতে পারে। রিয়ালের জন্যও এটি বিশেষ এক ম্যাচ। ঘরোয়া ফুটবলের দুই শিরোপা হাতছাড়া হয়েছে যাদের হাতে, তাদের পরাজিত করে হারের ক্ষতে মলম লাগানোর একটা উপলক্ষ হতে পারে এই ম্যাচ।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মে ০৪, ২০১৮
এমএইচএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।