ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

ফুটবল

বিদায়টা জয়ে রাঙিয়ে নিলেন ওয়েঙ্গার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০০, মে ৭, ২০১৮
বিদায়টা জয়ে রাঙিয়ে নিলেন ওয়েঙ্গার ছবি: সংগৃহীত

এ মৌসুম শেষেই আর্সেনাল ছেড়ে চলে যাবেন কোচ আর্সেন ওয়েঙ্গার। আর যাওয়ার আগে ঘরের মাঠে এমিরেটস স্টেডিয়ামে বিদায়ী ম্যাচে দারুণ এক জয়ই উপহার পেলেন এই ফ্রেঞ্চম্যান। বার্নলিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে গানাররা।

এদিন ম্যাচ শুরুর আগে দীর্ঘ ২২ বছর ধরে আর্সেনালের কোচ থাকা ওয়েঙ্গারকে গার্ড অব অনার প্রদর্শন করেন দু’দলের ফুটবলাররা। এছাড়া তার বিভিন্ন সময়ের কীর্তি নিয়ে ব্যানার, ফেস্টুনে পুরো স্টেডিয়ামে সমর্থকরা ভীড় করেন।

খেলায় আর্সেনালের হয়ে জোড়া গোল করেন পিয়েরি এমরিক-আবামেয়াং। এছাড়া একটি করে গোল করেন লাকাজেট্টে, কোলাসনিক ও লোবি।

প্রিমিয়ার লিগে ৩৬ ম্যাচ শেষে ১৮ জয় ও ছয় ড্রয়ে ৬০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে আর্সেনাল। ইতোমধ্যে চ্যাম্পিয়ন হওয়া ম্যানচেষ্টার সিটির পয়েন্ট ৩৬ ম্যাচে ৯৪।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, ০৭ মে, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।