ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

ফুটবল

গিনেস বুকে ম্যানসিটির ব্রাজিলীয় গোলরক্ষক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৯, মে ১১, ২০১৮
গিনেস বুকে ম্যানসিটির ব্রাজিলীয় গোলরক্ষক এডারসন

ইংলিশ লিগে অভিষেক মৌসুমেই শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন। এবার গিনেস বুকে নাম লেখানোর গৌরব অর্জন করলেন ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এডারসন।

গত জুনে ৩৫ মিলিয়ন পাউণ্ডে পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে ম্যানসিটিতে পাড়ি জমান এই ব্রাজিলীয়। ক্লাবের হয়ে অভিষেক মৌসুমেই ১৬ ম্যাচে গোল না খাওয়ার রেকর্ড গড়েন তিনি।

গোলবার নিরাপদ রাখার সুবিধাও পেয়েছে তার দল। এরই মধ্যে প্রিমিয়ার লিগের শিরোপা জিতে নিয়েছে পেপ গার্দিওলার ম্যানসিটি। গড়েছে একাধিক দলীয় রেকর্ড। এক মৌসুমে সবচেয়ে বেশি জয়, সর্বোচ্চ পয়েন্ট ও সর্বাধিক গোলের রেকর্ড এখন সিটির দখলে।

ইংলিশ লিগ কাপ ও প্রিমিয়ার লিগে সিটির দুর্দান্ত ফর্মের মূল কারিগরদের একজন এডারসন। সিটির সাফল্যের মাঝে একটি ব্যক্তিগত রেকর্ড গড়েছেন তিনি। ৭৫.৩৫ মিটার লম্বা শট নিয়ে সবচেয়ে লম্বা ড্রপ শটের বিশ্ব রেকর্ড গড়ে গিনেস রেকর্ডবুকে নাম তুলেছেন ২৪ বছর বয়সী এই তারকা।

বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিনেস বিশ্ব রেকর্ডের সনদপত্র হাতে নিয়ে হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করেন এডারসন।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ১১ মে, ২০১৮
এমএইচএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।