ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

ফুটবল

কোস্টারিকার ২৩ সদস্যের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৯, মে ১৫, ২০১৮
কোস্টারিকার ২৩ সদস্যের দল ঘোষণা ছবি: সংগৃহীত

রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে ২৩ সদস্যের পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করেছে কোস্টারিকা। ঘোষিত দলে আছেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের গোলরক্ষক কেইলর নাভাস।

গত সোমবার (১৪ মে) বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ২৩ সদস্যের পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করেছেন কোস্টারিকার কোচ অস্কার রামিরেজ। স্কোয়াডে রিয়ালের গোলরক্ষক নাভাস ছাড়াও জায়গা পেয়েছেন এমএলএস, মিনেসোটা ইউনাইটেড ও ডিসি ইউনাইটেডের একঝাক তারকা।

গতবারের ব্রাজিল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালিস্ট কোস্টারিকা। সেবার ইংল্যান্ড, উরুগুয়ে আর ইতালির সাথে একই গ্রুপে পড়েও কোয়ার্টার পর্যন্ত পৌঁছেছিলো রামিরেজের দল। আর এবার রাশিয়া বিশ্বকাপে ‘ই’ গ্রুপে কোস্টারিকার সঙ্গী ব্রাজিল, সুইজারল্যান্ড ও সার্বিয়া।

বিশ্বকাপে কোস্টারিকার ২৩ সদস্যের দলঃ

গোলরক্ষকঃ কেইলর নাভাস, প্যাট্রিক পেম্বেরটন, লিওনেল মোরেইরা।

রক্ষনভাগঃ ক্রিশ্চিয়ান গাম্বোয়া, ইয়ান স্মিথ, রোনাল্ড মাতারিতা, ব্রায়ান ওভেইদো, অস্কার দোয়ার্তে, জিয়ানকার্লো গঞ্জালেস, ফ্রান্সিস্কো কালভো, কেন্ডাল ওয়াস্টন, জনি একস্তা।

মধ্যমভাগঃ ডেভিড গুজমেন, ইয়েলেৎসিন তেজেদা, সেলসো বোরগেস, রেনডেল আজোফেইফা, রোডনি ওয়ালেস, ব্রায়ান রুইজ, ড্যানিয়েল কলিন্ড্রেস, ক্রিশ্চিয়ান বোলানোস।

আক্রমণভাগঃ জোহান ভেনেগাস, জোয়েল ক্যাম্পবেল, মার্কো ইউরেনা।

বাংলাদেশ সময়ঃ ১৬১৫ ঘণ্টা, ১৫ মে, ২০১৮
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।