ঢাকা, বুধবার, ১৮ চৈত্র ১৪৩১, ০২ এপ্রিল ২০২৫, ০৩ শাওয়াল ১৪৪৬

ভারত

ত্রিপুরায় ঈদ জামাতে শান্তি, সম্প্রীতি, মৈত্রী ও প্রগতি কামনা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৫
ত্রিপুরায় ঈদ জামাতে শান্তি, সম্প্রীতি, মৈত্রী ও প্রগতি কামনা

আগরতলা (ত্রিপুরা): ভারতের ত্রিপুরা রাজ্যেও উৎসবের আমেজে সোমবার (৩১ মার্চ) পালিত হচ্ছে ঈদুল ফিতর। এ উপলক্ষে রাজধানীতে মূল অনুষ্ঠান হয় গেদু মিয়ার মসজিদ প্রাঙ্গণে।

এখানে নামাজ পড়ান আগরতলা কেন্দ্রীয় টাউন জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান কাসেমী। দেশের শান্তি মৈত্রী প্রগতি এবং বৈচিত্রের মধ্যে ঐক্যের বার্তাবরণকে আরও সুদৃঢ করার আহ্বান জানান তিনি।

রোববার (৩০ মার্চ) সন্ধ্যারাতে চাঁদ দেখার সঙ্গে সঙ্গে সারাদেশের সঙ্গে রাজ্যেও ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দের বন্যা বইতে শুরু করে। সোমবার সকালে সেই আনন্দ উৎসবের আবহ তৈরি করে ঈদুল ফিতরের জন্য।  
এদিন সারা দেশের সঙ্গে রাজ্যও পালিত হয় খুশির এ ঈদ। এদিন সকালে গেদু মিয়ার মসজিদ প্রাঙ্গণে প্রচুর সংখ্যক মুসল্লি নামাজ পাঠের জন্য সমবেত হন। বয়স্কদের হাত ধরে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত ছিল শিশুরাও। তাদের সবাইকে নামাজ পড়ান আগরতলা কেন্দ্রীয় টাউন জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান কাসেমী।

নামাজের পর উপস্থিত সবাই একে অপরকে আলিঙ্গনে জড়িয়ে ধরে ঈদ মোবারক জানান। ঈদুল ফিতর প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগরতলা কেন্দ্রীয় টাউন জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান কাসেমী বলেন, দীর্ঘ এক মাসের রোজা রাখার পর এ ঈদুল ফিতর আসে। খুশির এ ঈদে বছরের প্রতিটি মুহূর্ত সব পরিবার এবং সবার হৃদয় মহানন্দে ভরপুর থাকুক। এ ঈদ কেবলমাত্র একটি সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়। এ খুশির ঈদ সব সম্প্রদায়ের একতার মূর্ত প্রতীক।  

তিনি আরও জানান, ঈদুল ফিতর উপলক্ষে গোটা দেশের শান্তি সম্প্রীতি মৈত্রী ও প্রগতি আরও সুদৃঢ় হয়ে উঠুক।

ঈদুল ফিতর উপলক্ষে রাজ্যের সব অংশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক মো. সাজ্জাদ আলী।  

তিনি বলেন ,জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে খুশির এ ঈদ সবার মধ্যে একতার বার্তা বয়ে আনুক। এদিন নামাজ পড়ে উপস্থিত সবাই প্রার্থনা করেছেন বলে জানান তিনি।

এদিন রাজধানীর বিভিন্ন মসজিদ প্রাঙ্গণে ঈদুল ফিতর উপলক্ষে সকালে ঈদ জামাত হয়। এ নামাজ পাঠে অংশগ্রহণ করেন প্রচুর সংখ্যক মুসলিম ধর্মাবলম্বীরা। রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমায় অবস্থিত মসজিদ প্রাঙ্গণেও ঈদুল ফিতর উপলক্ষে নামাজ পাঠে মুসলিম ধর্মাবলম্বীদের সমাগম লক্ষ্য করা যায়। নামাজের পর উপস্থিত সবাই একে অপরকে জড়িয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৫।
এসসিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।