ঢাকা, রবিবার, ৭ বৈশাখ ১৪৩২, ২০ এপ্রিল ২০২৫, ২১ শাওয়াল ১৪৪৬

ভারত

ভারতে ওয়াকফ সম্পত্তি বদল করা যাবে না, মামলার পরবর্তী শুনানি ৫ মে  

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
ভারতে ওয়াকফ সম্পত্তি বদল করা যাবে না, মামলার পরবর্তী শুনানি ৫ মে  

কলকাতা: ভারতে সংশোধিত ওয়াকফ আইনে এখনই কোনো ওয়াকফ সম্পত্তি বদল করা যাবে না। এমনকী ওয়াকফ বোর্ড বা পর্ষদেও নিয়োগ স্থগিত থাকবে পরবর্তী শুনানি পর্যন্ত।

 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ওয়াকফ সংশোধনী আইন নিয়ে এমন সিদ্ধান্ত দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। পাশাপাশি পরবর্তী শুনানি আগামী মাসের ৫ তারিখ হবে বলে, নির্দেশ দিয়েছেন আদালত।

এদিন গোটা ভারত তাকিয়ে ছিল কি রায় দেন আদালত। ধারণা ছিল মামলাটি স্থগিত রাখা হবে। কিন্তু অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের নির্দেশ দেয়নি শীর্ষ আদালত। আগামী ৫ মে আদালতে আবার এই মামলার শুনানি হবে। ততদিন পর্যন্ত ১৯৯৫ সালে নিবন্ধিত ওয়াকফ সম্পত্তি ধারার কোনো বদল ঘটানো যাবে না।

একইসঙ্গে আদালতের নির্দেশ পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত ‘ওয়াকফ সংশোধনী আইন-২০২৫’ এর ১৪ এবং ৯ নম্বর ধারার অধীনে ‘সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল’ এ কোন নিয়োগ করা যাবে না। এ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের আইনজীবী, সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, শীর্ষ আদালত যে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে তা তারা মেনে চলবে।

‘ওয়াকফ (সংশোধনী) আইন’এর সাংবিধানিক বৈধতা নিয়ে আদালতে যেসব পিটিশন জমা পড়েছিল, গতকালের পর বৃহস্পতিবার তার শুনানি ছিল। এই মামলার শুনানি চলছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি পি ভি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে ভি বিশ্বনাথন, এই তিন সদস্যের ডিভিশন বেঞ্চে।

প্রধান বিচারপতি বলেছেন, সাধারণত, কোনও আইনের উপর স্থগিতাদেশ দেওয়াটা বিরল। তবে আমরা আশঙ্কা করছি যে পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তিত হতে পারে। যদি কোনও ওয়াকফ সম্পত্তির নিবন্ধন ১৯৯৫ সালের আইনের অধীনে হয়ে থাকে, তাহলে সেই সম্পত্তিগুলির চরিত্র বদল ঘটানো যাবে না। পরিস্থিতি যাতে না বদলায় সেটা আমাদের নিশ্চিত করতে হবে।

এর আগে ১৬ এপ্রিল, কেন্দ্রীয় সরকারের আইনজীবীর কাছে আদালত সরাসরি জানতে চান, যদি ওয়াকফ কমিটিতে অমুসলিম সদস্য থাকতে পারে, তবে হিন্দু এনডাওমেন্ট বোর্ডে মুসলিম সদস্য রাখা হবে কিনা? এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছিলেন, কমিটিতে দুজন অমুসলিম সদস্য রাখা হবে, তবে মুসলিমরাই সংখ্যাগরিষ্ঠ থাকবেন। এরই উত্তরে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেছিলেন, তাহলে এখন থেকে কি মুসলিমদের হিন্দু এনডাওমেন্ট বোর্ডেও অন্তর্ভুক্ত করা হবে? এরপর মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার ধার্য করা হয়েছিল।

ওয়াকফ আইন সংক্রান্ত বিষয়ে ইতিমধ্যে দেশটির শীর্ষ আদালতে মোট ৭৩টি পিটিশন জমা পড়েছে। মামলাকারীদের উদ্দেশে সুপ্রিম কোর্টের এদিন নির্দেশ দেন, মোট পাঁচটি পিটিশন বাছাই করা হোক। ওই পাঁচটি পিটিশনকে প্রধান্য দিয়ে শুনানি হবে।

গত ৭ এপ্রিল কেন্দ্র সরকারের এক বিজ্ঞপ্তিতে, সংশোধনী ওয়াকফ আইন প্রকাশ করে। সংশোধিত আইন অনুযায়ী, এখন থেকে কোনও জমি ওয়াকফ কিনা সেই সম্পর্কিত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট রাজ্যের জেলাশাসকরা। এমনকী ওয়াকফ বোর্ডে এবার থেকে থাকতে পারবেন অমুসলিম প্রতিনিধিরাও। এবং বোর্ডের উপর নিয়ন্ত্রণ থাকবে কেন্দ্র ও রাজ্য সরকারের হাতে।

বাংলাদেশ সময়: ০০৩২ ঘণ্টা, ১৮ এপ্রিল ২০২৫
ভিএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।