ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইএসপিএবি নির্বাচন

ন্যায্য অধিকার নিশ্চিতের প্রত্যয়ে এগিয়ে ‘আইএসপি ইউনাইটেড’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৩, মে ১৬, ২০২৫
ন্যায্য অধিকার নিশ্চিতের প্রত্যয়ে এগিয়ে ‘আইএসপি ইউনাইটেড’

ঢাকা: দেশের সব আইএসপির ন্যায্য অধিকার নিশ্চিতে কাজ করতে চায় এবারের আইএসপিএবি’র নির্বাচনে অংশ নেওয়া প্যানেল ‘আইএসপি ইউনাইটেড’।  নির্বাচনের মাঠের লড়াইয়েও প্যানেলটি এগিয়ে রয়েছে।

বিভাগ ও জেলা সাব কমিটি গঠন, আন্তর্জাতিক মানের প্রদর্শনীর আয়োজন ও বিশেষ সার্ভিস ডেস্ক চালুসহ একাধিক প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনের মাঠে লড়ছেন প্যানেলটির নেতারা।  

দেশের ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)- এর ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ১৭ মে অনুষ্ঠিত হবে। নির্বাচনে সাধারণ সদস্যদের মধ্যে ২৬৩ ও সহযোগী সদস্যদের মধ্যে ৫৯৯ জন ভোটার রয়েছেন। আর ‘আইএসপি ইউনাইটেড’ সাধারণ সদস্য ক্যাটাগরি প্যানেল।

প্যানেলটির নেতৃত্ব দিচ্ছেন আম্বার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল হাকিম। সাধারণ সদস্য ক্যাটাগরিতে নির্বাচন করা এই প্যানেলের মধ্যমণি হিসেবে রয়েছেন শীর্ষ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক। তিনি আইএসপিএবির সাবেক সিনিয়র সহ-সভাপতিও। এছড়া ইউনাইটেড আইএসপি প্যানেলে রয়েছেন- বর্তমান কমিটি সাধারণ সম্পাদক ও কেএস নেটওয়ার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল করিম ভূঁঞা।

একইভাবে একসময়ে একাধিকবার আইসপিএবি’র কার্যনির্বাহী কমিটিতে ছিলেন অপর প্রার্থী রেড ডাটা (প্রা.) লিমিটেডের সিইও মঈন উদ্দিন আহমেদ। পাশাপাশি বর্তমান ইসি থেকে এই প্যানেলের প্রার্থী হয়েছেন অন্তরঙ্গ ডট কম লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান সুজন এবং সার্কেল নেটওয়ার্ক সিইও মাহবুব আলম রাজু। টিম আইএসপি ইউনাইটেডের হয়ে প্রথমবারের মতো প্রার্থী হয়েছেন মাজেদা নেটওয়ার্কস লিমিটেডের চেয়ারম্যান নেয়ামুল হক খান, ইনভেনশন টেকনোলজিস লিমিটেডের সিটিও মো. মিঠু হাওলাদার এবং ওয়ান স্কাই কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুর রহমান রাজন।

নির্বাচন কমিশনের তথ্য মতে, আইএসপিএবির নির্বাচনে এবার ১৩টি পরিচালক পদের বিপরীতে লড়ছেন ২৪ জন। সাধারণ সদস্য ক্যাটাগরিতে ৯ পদের বিপরীতে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর সহযোগী সদস্যদের মধ্যে চার পদের বিপরীতে লড়বেন ১০ জন। সাধারণ সদস্য ক্যাটাগরিতে পূর্ণাঙ্গ ৯ সদস্য নিয়ে ‘আইএসপি ইউনাইটেড’ নামের প্যানেল গঠিত হলেও বাকি পাঁচজন নিয়ে অপর কোনো প্যানেল গঠিত হওয়ার তথ্য সেভাবে পাওয়া যায়নি। ফলে নির্বাচনের মাঠে অনেকটাই এগিয়ে রয়েছে আইএসপি ইউনাইটেড নামের এই প্যানেলের সব প্রার্থী।

এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ