ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৫ জেলায় গড়ে উঠছে সফটওয়্যার পার্ক

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১১, এপ্রিল ১৬, ২০১৪
৫ জেলায় গড়ে উঠছে সফটওয়্যার পার্ক

রাজধানীর কারওয়ান বাজারস্থ সফটওয়্যার টেকনোলজি পার্কে (জনতা টাওয়ার) ভিডিও কনফারেন্সে নাটোর, সিলেট, কক্সবাজার, রাজশাহী ও রংপুর জেলা প্রশাসকদের সাথে আলাপচারিতায় অংশ নিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। উক্ত জেলাসমূহে সফটওয়্যার পার্ক তৈরির বিষয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়।



এসময় মন্ত্রী তথ্যপ্রযুক্তি সম্প্রসারণে সরকারের পরিকল্পনা তুলে ধরে বলেন, দেশে তথ্যপ্রযুক্তি অবকাঠামো সৃষ্টি ও প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জনবল সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে আইটি পার্ক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় রাজশাহীতে সিলিকন সিটি, সিলেটে ইলেকট্রনিক সিটি, নাটোরে ফ্রি-ল্যান্সার ইনস্টিটিটিউট স্থাপনের কাজ চলছে। এছাড়াও রংপুর ও কক্সকাজারে আইটি পার্ক স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন উদ্যোগ নেওয়ায় জেলা বাসীর পক্ষে প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন এবং মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সর্বোচ্চ আন্তরিকতার সাথে আইটি পার্ক স্থাপনে  কাজ করার আশ্বাস  দেন জেলা প্রশাসকরা।

হাই-টেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, সাপোর্ট টু হাই-টেক পার্ক প্রকল্পের পিডি আনম শফিকুল ইসলাম, বেসিসের প্রেসিডেন্ট শামীম আহসান, সাধারণ সম্পাদক রাসেল টি আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন ভিডিও কনফারেন্সের এ আয়োজনে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ