ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শীর্ষে ফ্রি টেক্সট অ্যাপলিকেশন

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪০, নভেম্বর ১৭, ২০১১
শীর্ষে ফ্রি টেক্সট অ্যাপলিকেশন

ইউকে আ্যপ্লিকেশন চার্টের শীর্ষ স্থানটি দখল করে নিল ফ্রী টেক্সট আ্যপ্লিকেশন। এটি এমন একটি আ্যপ্লিকেশন যার মাধ্যমে গ্যাজেট ব্যবহারকারীরা একে অন্যকে ফ্রী টেক্সট মেসেজ পাঠাতে পারেন।

প্রকাশিত এই চার্টেরভিত্তিতে ‘হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার’ নামের এই আ্যপ্লিকেশনটি এছাড়াও ইউকে আ্যপেল স্টোরে বিক্রিতব্য আইফোনে ব্যবহৃত আ্যপ্লিকেশনগুলোর মধ্যেও শীর্ষস্থান দখল করে নিয়েছে।

উল্লেখ্য, আ্যপ্লিকেশনটির সবচেয়ে বড় গুন হল এটি বিভিন্ন ব্র্যান্ডের যেমন আইফোন, ব্ল্যাকবেরি, অ্যান্ড্রুয়িড এবং নকিয়ার মত স্মার্টফোনে ব্যবহারপোযোগী।

তালিকায় অন্যদের মধ্যে আছে পাজেল ভিডিও গেম আ্যমেজিং ব্রেকার এটি আইফোন অ্যাপলিকেশনের মধ্যে দিতীয় এবং অ্যাঙ্গরি বার্ড যেটি ২০০৯ সালে চালুর পর এ পর্যন্ত ৫০০ মিলিয়নের উপরে ডাউনলোড হয়েছে। এটি আইফোন ক্যাটাগরিতে আছে তৃতীয়তে। এছাড়া গেমভিত্তিক অ্যাপলিকেশন স্কাই মুভি যেটি আইপ্যাড অ্যাপলিকেশনে এই তালিকায় স্থান করতে সক্ষম হয়েছে।

সময়: ১৭৫৫ ঘন্টা, ১৭ নভেম্বর, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ