ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৪, মে ১০, ২০২৩
ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নিহত

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় দুই ফিলিস্তিন নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য দিয়েছে।

 

এর আগে মঙ্গলবার গাজায় কয়েক ঘণ্টায় ইসরায়েলের পৃথক ক্ষেপণাস্ত্র হামলায় ১৫ জন নিহত হন। খবর আল জাজিরা।

স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের পরিচয় শনাক্ত করেছে। নিহতদের একজন ১৯ বছর বয়সী আহমেদ জামাল আসাফ, আরেকজন ২৪ বছর বয়সী ওয়ালিদ কাতানাত।  

জেনিনের দক্ষিণাঞ্চলে কাবাতিয়া শহরে তারা গুলিবিদ্ধ হন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা বুধবার এই খবর জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি বাহিনীর বড় একটি ফোর্স শহরে অভিযান চালিয়ে পশ্চিম পাড়ার দিকে বেশ কয়েকটি বাড়ি ভেঙে দেয়। সৈন্যরা তল্লাশি ও লুটপাট চালায়।

বার্তা সংস্থাটি বলছে, হামলার সময় সৈন্যরা একটি গাড়িতে গুলি চালায়। এতে দুজন নিহত হন। আরেক ব্যক্তি আহত হন।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা জানান, ইসরায়েলি বাহিনী বাড়ি বাড়ি অভিযান চালায় এবং সড়কে গাড়ি থামিয়ে তল্লাশি করে।

এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করে নিহতরা একটি গাড়ি থেকে সৈন্যদের ওপর গুলি চালায়। পাল্টা গুলিতে তারা নিহত হয়। এম-১৬ রাইফেল ও একটি হ্যান্ডগান ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, মে ১০, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।