ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

গ্রিসের উপকূলে শক্তিশালী ভূমিকম্প 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫১, মে ১৪, ২০২৫
গ্রিসের উপকূলে শক্তিশালী ভূমিকম্প  ভূমিকম্প (ফাইল ফটো)

গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ৩।

ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যে, তা মিসরের উপকূলেও অনুভূত হয়েছে।

বুধবার (১৪ মে) জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজি) জানিয়েছে, ক্রিট দ্বীপের উপকূলে এই ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৮৩ কিলোমিটার গভীরে।  

ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দেশটির জাতীয় জ্যোতির্বিজ্ঞান ও ভূবিজ্ঞান গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে, ভূমিকম্পটি মিসরের উত্তর উপকূল থেকে প্রায় ৪৩১ কিলোমিটার দূরে ৬ দশমিক ৪ মাত্রায় রেকর্ড করা হয়।

বিশেষজ্ঞরা বলছেন, উপকূলীয় এলাকায় মাঝারি মাত্রার এই ধরনের ভূমিকম্পে সচরাচর বড় ধরনের ক্ষতি হয় না। তবে পরবর্তী কোনো ধরনের আফটারশক বা কম্পনের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সূত্র: রয়টার্স

এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।