সৌদি আরবের মতো শক্তিশালী মিত্র যুক্তরাষ্ট্রের আর নেই, এমনটি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রিয়াদ সফরে গিয়ে তিনি এমনটি বলেন।
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর থাকা সব নিষেধাজ্ঞা তুলে নেবে। তিনি বলেন, এখন সিরিয়ার সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে। এখন তাদের সামনে সফল হওয়ার একটি সুযোগ আছে।
ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের প্রথম দিনে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যকার ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির ঘোষণা এসেছে। পাশাপাশি অন্যান্য বিনিয়োগের কথাও জানানো হয়েছে। সব মিলিয়ে তা এক ট্রিলিয়ন ডলারে দাঁড়াতে পারে।
২০১৭ সালে ট্রাম্প তার প্রথম মেয়াদে প্রথম সফরস্থল হিসেবে সৌদি আরবকেই বেছে নেন। এবার দ্বিতীয় মেয়াদেও তিনি প্রথম সফরে সৌদি আরবে গেলেন। মধ্যপ্রাচ্যের এই সফরে তিনি কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও যাবেন।
মঙ্গলবার সৌদি আরবে যান ট্রাম্প। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তাকে বিমানবন্দরে স্বাগত জানান। পরে সেখানে একটি বিনিয়োগ ফোরামে বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী।
ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই আমেরিকার অর্থনীতিকে শক্তিশালী করতে বিদেশি বিনিয়োগ আনতে চাইছেন। সেজন্য তিনি বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের যুক্তরাষ্ট্রে বিনিয়োগে আগ্রহী করতে চেষ্টা করছেন।
আরএইচ