ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ইমরান ক্ষমতার অপব্যবহার করেছেন: বিলাওয়াল ভুট্টো 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৯, মে ১১, ২০২৩
ইমরান ক্ষমতার অপব্যবহার করেছেন: বিলাওয়াল ভুট্টো 

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি বলেছেন, পিটিআই চেয়ারম্যান ইমরান খান খান তার অফিসে থাকাকালে ক্ষমতার অপব্যবহার করেছেন।

বৃহস্পতিবার করাচিতে এমসিবিএইচে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

খবর ডন।

বিলাওয়াল বলেন, সাবেক এই প্রধানমন্ত্রীর দল যখন ক্ষমতায় ছিল, তখন তিনি সংস্কারের বিরোধিতা করতেন। তিনি প্রায়ই দাবি করতেন, বিরোধী দল ন্যাশনাল রিকন্সিলিয়েশন অর্ডিন্যান্স (এনআরও) পেতে  চাপ কৌশল ব্যবহার করছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইমরানের বিরুদ্ধে যে অভিযোগ, যে অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা গুরুতর। যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) মামলাটির তদন্ত করেছিল এবং ১৯০ মিলিয়ন পাউন্ড পাকিস্তানে পাঠাতে চেয়েছিল।

তিনি বলেন, তারা ইমরানকে সুযোগ দিয়েছিল এই অর্থ ফিরিয়ে আনার। তিনি তার অফিসের, অর্থাৎ পাকিস্তানের প্রধানমন্ত্রীর অফিসের অপব‍্যবহার করেছিল।  

গেল মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আল-কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদ হাইকোর্ট থেকে গ্রেপ্তার হন। বুধবার আদালত তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। তোশাখানা মামলাতেও অভিযুক্ত হয়েছেন তিনি।

ইমরানের গ্রেপ্তার ঘিরে বিক্ষোভে উত্তাল পাকিস্তান। ইমরানের সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। সেনানিবাসসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছেন তারা। এ পর্যন্ত দেড় হাজারের বেশি লোক গ্রেপ্তার হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, মে ১০, ২০২৩
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।