ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই, দুই রাজ্যে স্কুল বন্ধ

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৩, জুলাই ৭, ২০২৩
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই, দুই রাজ্যে স্কুল বন্ধ

টানা বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের মুম্বাই শহর। বাণিজ্যনগরীতে ইতোমধ্যে কমলা সতর্কতা জারি করেছে ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি)।

এদিকে ভারী বৃষ্টির কারণে দেশটির কর্নাটক রাজ্যের দুই জেলায় দুইজনের মৃত্যু হয়েছে। কেরালা এবং গোয়ায় সব স্কুল বৃষ্টির কারণে ছুটি দেওয়া হয়েছে।

ভারতীয় আবহাওয়া অফিস জানিয়েছে, এখনই কমবে না বৃষ্টি। মুম্বাইয়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এর অর্থ হচ্ছে, শহরের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মহারাষ্ট্রের রায়গড় জেলাতেও জারি করা হয়েছে লাল সতর্কতা। ৎ

মুম্বাইয়ের সড়কে বৃষ্টির পানি জমে তৈরি হয়েছে তীব্র যানজট। ব্যাহত হচ্ছে বাস ও ট্রেন চলাচল।

এর আগে বুধবার কর্নাটকের দক্ষিণ কন্নড় এবং উদুপি জেলায় দু’জনের মৃত্যু হয়েছে। রাজ্যে উপকূলবর্তী তিন জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। বেশ কিছু জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

গোয়াতেও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সে কারণে বৃহস্পতিবার রাজ্যের সব স্কুল বন্ধ রাখা হয়েছে।

সূত্র-আনন্দবাজার

বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, জুলাই ০৭, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।