ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্প-কমলা: এখন পর্যন্ত কে কোন রাজ্যে জিতলেন?

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
ট্রাম্প-কমলা:  এখন পর্যন্ত কে কোন রাজ্যে জিতলেন?

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট শেষে তিন ঘণ্টার পেরিয়ে গেছে। আনুষ্ঠানিকভাবে বেশ কয়েকটি রাজ্যে ভোটকেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

নিউইয়র্ক পোস্ট ও সিএনএনসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, ফলাফলে অনেক এগিয়ে ডোনাল্ড ট্রাম্প।  

বাংলাদেশ সময় বুধবার (৬ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত সিএনএনের আপডেট ভোটপোল বলছে, ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ১৪৫ ইলেক্টোরাল ভোট। অন্যদিকে রিপাবলিকান পার্টি ট্রাম্পের ঝুলিতে ২১১ ইলেক্টোরাল ভোট।  

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিট পর্যন্ত, বেশ কিছু রাজ্যের ফল জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। এসব ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন ট্রাম্প।

কমলা হ্যারিস: কলোরাডো, কানেকটিকাট, ডেলাওয়্যার, ইলিনয়, ম্যাসাচুসেটস, মেরিল্যান্ড, নিউ জার্সি, নিউ ইয়র্ক, রোড আইল্যান্ড, ভার্মন্ট

ডোনাল্ড ট্রাম্প: আলাবামা, আরকানসাস, ফ্লোরিডা, ইন্ডিয়ানা, কেনটাকি, লুইসিয়ানা, মিসৌরি, মিসিসিপি, মন্টানা, নর্থ ডাকোটা, নেব্রাস্কা, ওহিও, ওকলাহোমা, দক্ষিণ ক্যারোলিনা, সাউথ ডাকোটা, টেনেসি, টেক্সাস, উটাহ, ওয়েস্ট ভার্জিনিয়া, ওয়াইমিং।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪  
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।