ঢাকা, শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১, ০৪ এপ্রিল ২০২৫, ০৫ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় যুদ্ধাপরাধ ঘটিয়েছে সরকারি বাহিনী: অ্যামনেস্টি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৫
সিরিয়ায় যুদ্ধাপরাধ ঘটিয়েছে সরকারি বাহিনী: অ্যামনেস্টি

সিরিয়ার উপকূলীয় অঞ্চলে ‘যুদ্ধাপরাধ’ ঘটেছে বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মানবাধিকার সংস্থাটি সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের বাহিনীকে এই গণহত্যার জন্য দায়ী করেছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উল্লেখ করেছে, সরকারপন্থী সশস্ত্র যোদ্ধারা ২০২৫এর ৮ এবং ৯ মার্চ তারিখে সমুদ্রতীরবর্তী শহর বানিয়াসে ১০০ জনেরও বেশি মানুষকে হত্যা করে। সংস্থাটি ঘটনাগুলো তদন্ত করে নির্ধারণ করে, সেগুলো উদ্দেশ্যমূলক ছিল এবং সংখ্যালঘু আলাউইটদের টার্গেট করে চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে জানিয়েছেন, সশস্ত্র ব্যক্তিরা ভুক্তভোগীদের হুমকি বা হত্যা করার আগে জিজ্ঞাসা করেছিল, যে তারা আলাউইট কিনা। কিছু ক্ষেত্রে, তারা ক্ষমতাচ্যুত সরকারের ঘটানো অপরাধের জন্য তাদেরকে দায়ী করে। কর্তৃপক্ষ পরিবারগুলোকে কোনো ধর্মীয় বা প্রকাশ্য আচার-অনুষ্ঠান ছাড়াই তাদের নিহত প্রিয়জনদের গণকবরে দাফন করতে বাধ্য করে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড এই ভয়াবহ নৃশংস গণহত্যার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য থেকে দেখা যায়, সরকারপন্থী মিলিশিয়ারা ইচ্ছাকৃতভাবে ভয়াবহ প্রতিশোধমূলক আক্রমণ চালিয়ে আলাউইট বেসামরিক নাগরিকদের ঠান্ডা মাথায় হত্যা করেছে। কারণ, বিদ্যমান সরকার দুই দিন ধরে নৃশংসতা বন্ধে হস্তক্ষেপ করেনি।

ক্যালামার্ড জোর দিয়ে বলেন, মৃত্যুর পরিমাণ এবং পদ্ধতি যুদ্ধাপরাধ। অবৈধ হত্যার অভিযোগের দ্রুত, স্বাধীন, কার্যকর ও নিরপেক্ষ তদন্তের নিশ্চয়তা দিতে এবং অপরাধীদের জবাবদিহি করতে রাষ্ট্রগুলো বাধ্য। তার মতে, যুদ্ধাপরাধের শিকারদের ন্যায়বিচার দেওয়া সিরিয়ার নতুন কর্তৃপক্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ন্যায়বিচার ছাড়া সিরিয়া নৃশংসতা ও রক্তপাতের আরেকটি চক্রে পড়ার ঝুঁকিতে রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দামেস্ক কর্তৃপক্ষকে বেআইনি হত্যাকাণ্ডের স্বাধীন এবং কার্যকর তদন্ত শুরু করার আহ্বান জানিয়েছে। এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য দোষী ব্যক্তিরা যেন এমন অপরাধ আবার ঘটাতে না পারে, তার নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানিয়েছে।

সিরিয়ার পশ্চিমাঞ্চলে গণহত্যার জন্য দেশটির সরকারি বাহিনীকে যুক্তরাষ্ট্র দায়ী করেছে। ২৬ মার্চ মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয় জানিয়েছে, পশ্চিম সিরিয়ায় গণহত্যার জন্য সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারি বাহিনী এবং সশস্ত্র গোষ্ঠী উভয়কেই দায়ী করা হচ্ছে।

মার্চের শেষের দিকে প্রকাশিত ২০২৫ সালের বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে, সংস্থাটি জানিয়েছে, হায়াত তাহরির আল শাম-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বাহিনী, হুরাস আল-দিন এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর অংশগুলো ২০২৫ সালের মার্চের গোড়ার দিকে উত্তর-পশ্চিম সিরিয়ায় সহিংসতা এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত ছিল। হত্যাকাণ্ডে তারা মূলত ধর্মীয় সংখ্যালঘুদের টার্গেট করে। ফলে কমপক্ষে এক হাজার ৫০০ জন নিহত হয়। নিহতদের মধ্যে আলাউইট এবং খ্রিস্টান বেসামরিক নাগরিকও ছিল বলে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সিরিয়ায় ক্ষমতার পরিবর্তন দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার পরিস্থিতি তৈরি করেছে, যা ইসলামিক স্টেট (আইএসআইএস) এবং অন্যান্য চরমপন্থী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মাথা চাড়া দিতে সহায়তা করতে পারে।

সিরিয়ার কিছু সন্ত্রাসী গোষ্ঠী নতুন সরকারি বাহিনীতে যোগ দিতে অস্বীকৃতি জানাচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। আইএসআইএস এর মধ্যেই এইচটিএসের গণতন্ত্রের আহ্বানের বিরোধিতা করছে। গোষ্ঠীটি সিরিয়ার শাসনব্যবস্থাকে দুর্বল করার জন্য হামলার পরিকল্পনা করছে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৫
এমএইচডি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।