ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনকে ৪৫০ মিলিয়ন পাউন্ডের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
ইউক্রেনকে ৪৫০ মিলিয়ন পাউন্ডের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য

ব্রাসেলসে ৫০টি দেশের প্রতিনিধিদের নিয়ে বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য ও জার্মানি।  

এমন প্রেক্ষাপটে ব্রিটিশ সরকার কিয়েভকে আরও ৪৫০ মিলিয়ন পাউন্ড সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।

খবর বিবিসির।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ বাড়ানোর পাশাপাশি তাকে ইউক্রেনে আগ্রাসন বন্ধে বাধ্য করতেই এই বৈঠক আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষাসচিব জন হিলি।

তিনি বলেন, রুশ আগ্রাসন প্রতিরোধে আমাদের আরও সক্রিয় হতে হবে, এবং তা ইউক্রেনের প্রতিরক্ষা শক্তি বাড়ানোর মাধ্যমে অব্যাহত রাখতে হবে।

ইউক্রেনের জন্য যুক্তরাজ্যের সহায়তা প্যাকেজের মধ্যে রয়েছে কয়েক হাজার হাজার ড্রোন, অ্যান্টি-ট্যাংক মাইন। এ ছাড়া দেশটি কিয়েভের সামরিক যান মেরামতের জন্যও অর্থায়ন করছে।

প্যাকেজের মধ্যে যুক্তরাজ্য প্রায় ৩৫০ মিলিয়ন পাউন্ড দেবে। যুক্তরাজ্য-নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল ফান্ড ফর ইউক্রেনের মাধ্যমে নরওয়ের কাছ থেকে বাকি অর্থ আসবে।

এই প্যাকেজে ১৬০ মিলিয়ন পাউন্ড রাখা হয়েছে ইউক্রেনকে আগেই দেওয়া যানবাহন ও সরঞ্জাম ঠিকঠাক রাখতে ও মেরামতের জন্য।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।