ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় পানি সরবরাহের প্রধান উৎস মেকোরোট পাইপলাইনের মেরামত কাজে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে গাজা সিটি কর্তৃপক্ষ।
গাজা পৌরসভার একজন মুখপাত্র জানিয়েছেন, এপ্রিলের শুরুর দিকে ইসরায়েলি কর্তৃপক্ষ মেকোরোট কোম্পানির মাধ্যমে গাজায় পানি সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়, যার ফলে ফিলিস্তিনি ভূখণ্ডটির প্রায় ৭০ শতাংশ পানির উৎস বন্ধ হয়ে যায়।
মুখপাত্র আরও বলেন, পাইপলাইনের ক্ষতিগ্রস্ত অংশটি মেরামত করা গেলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই গাজার বেশ কয়েকটি এলাকায় পানি সরবরাহ পুনরায় চালু করা সম্ভব হতো। তবে ইসরায়েলি বাহিনী মেরামতকারী দলগুলোকে কাজের সুযোগ দিচ্ছে না।
এদিকে, গাজার দক্ষিণাঞ্চল খান ইউনিসে ইসরায়েলি ড্রোন হামলায় একজন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছেন আমাদের স্থানীয় সংবাদদাতা। দিনভর ইসরায়েলি বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক এলাকা, একটি হামলায় নিহত হয়েছে একটি তাঁবুতে আশ্রয় নেওয়া কয়েকজন বাস্তুচ্যুত মানুষ।
অপরদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, উপত্যকার হাসপাতালগুলো চরম ওষুধ ও চিকিৎসা সামগ্রীর ঘাটতিতে ভুগছে। প্রায় ৪০ দিন ধরে কোনও নতুন সরবরাহ আসেনি, কারণ ইসরায়েল পুরো গাজা উপত্যকাকে অবরোধ করে রেখেছে।
এই মানবিক সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ এখন সময়ের দাবি বলে মনে করছেন স্থানীয়রা।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
এমএম