ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বন্দিমুক্তির বিনিময়ে যুদ্ধবিরতির আহ্বান হামাসের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
বন্দিমুক্তির বিনিময়ে যুদ্ধবিরতির আহ্বান হামাসের

ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস যুদ্ধ বন্ধের বিনিময়ে বন্দিমুক্তির আহ্বান জানিয়েছে।

এক বিবৃতিতে তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কড়া সমালোচনা করে বলেছে, ইসরায়েলের অভ্যন্তরে যুদ্ধ থামানো ও বন্দিদের মুক্তির জন্য যেভাবে দাবি উঠছে, তা প্রমাণ করে নেতানিয়াহুই যুদ্ধ দীর্ঘায়িত করছেন— যার ফলে ভুগছে বন্দিরাও, আর কষ্টে আছে আমাদের জনগণ।

হামাসের বক্তব্যে ইঙ্গিত করা হয়েছে সম্প্রতি ইসরায়েলের এক হাজারেরও বেশি বিশেষ বাহিনীর রিজার্ভ সদস্যের প্রতি, যারা যুদ্ধ বন্ধের দাবিতে অবস্থান নেওয়া বিমানবাহিনীর রিজার্ভ সদস্যদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। এসব সদস্যদের সক্রিয় দায়িত্ব থেকে বাদ দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

হামাস আরও বলেছে, নেতানিয়াহুর দুর্নীতির বিচার এড়ানোর চেষ্টা এবং ক্ষমতার লালসার বলি হচ্ছে গাজার শিশু ও আর ইসরায়েলি বন্দিরা।  

বিবৃতিতে হামাস জানায়, সমীকরণ পরিষ্কার— যুদ্ধ থামালে বন্দিমুক্তি সম্ভব। বিশ্ব এই সমাধানকে সমর্থন করলেও নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করছেন। এক দিন বিলম্ব মানে নিরস্ত্র আরও জনগণের মৃত্যু, আর বন্দিদের জন্য অনিশ্চিত ভবিষ্যৎ।

এই বিবৃতি এমন সময়ে এলো, যখন গাজার মানবিক পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছেছে এবং যুদ্ধবিরতির সম্ভাব্য সমাধান নিয়ে আন্তর্জাতিক মহলেও আলোচনার গতি বেড়েছে।

বাংলাদেশ সময়:১৮৩১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।